আজ || বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ       ফেনীতে জুমার নামাজ পড়ালেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী       ১৭ বছর পর কারাগার থেকে ছাড়া পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর       চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে বিএসএফ       পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ       সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা       ফেনীতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত       বাহরাইনে বুসরা কন্ট্রাক্টিং এন্ড ম্যান পাওয়ার এর উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত    
 


জয়যাত্রা টেলিভিশনে নিয়োগ পেলেন সাংবাদিক মো.স্বপন মজুমদার

বিশেষ প্রতিনিধি :

জয়যাত্রা টেলিভিশনে নিয়োগ পেলেন সাংবাদিক মো.স্বপন মজুমদারবেসরকারী স্যাটালাইট চ্যানেল জয়যাত্রা টে‌লি‌ভিশ‌নে বাহরাইন প্র‌তি‌নি‌ধি হি‌সে‌বে নি‌য়ে‌াগ পে‌লেন সাংবাদিক মো.স্বপন মজুমদার

১২/৯/২০২০ ইং জয়যাত্রা টে‌লি‌ভিশ‌নের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সিষ্টার হেলেনা জাহাঙ্গীর সিআইপি,এডমিন হাজেরা বেগম,প্রোগ্রাম পরিচালক এজি বিদ্যান,নিউজ প্রধান কামরুজ্জামান আরিফ, মাহফুজ শাহরিয়া তাকে এই নিয়োগ দেন।

এছাড়া সাংবাদিক মো.স্বপন মজুমদার jtv, জাতীয় দৈনিক ঢাকা টাইমস,দৈনিক আমাদের চট্রগ্রাম,জাতীয় দৈনিক খবর বাংলাদেশ,জাতীয় দৈনিক নতুন সময়,উত্তরণ, জাতীয় দৈনিক আলোকিত সকাল পএিকাসহ বিভিন্ন গনমাধ্যমে সুনামের সাথে দেশে এবং বিদেশে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি বর্তমানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

জানা যায় গত ১২/৯/২০২০ ইং তারিখে মিরপুর ১১,ঢাকা জয়যাত্রা টেলিভিশনের হেড অফিস থেকে তার আত্মীয় স্বজন কে প‌রিচয়পত্রসহ প্র‌য়োজনীয় সরংজাম তুলে দিয়ে বাহরাইনের দায়িত্ব বুঝিয়ে দেন।

কর্মস্থলে দায়িত্ব পালনে সবার দোয়া পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন সাংবাদিক মো.স্বপন মজুমদার।

সেই সঙ্গে নিয়োগ প্রদানের জন্য জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ও ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সিষ্টার হেলেনা জাহাঙ্গীর সিআইপি সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।


Top