আজ || বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ       ফেনীতে জুমার নামাজ পড়ালেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী       ১৭ বছর পর কারাগার থেকে ছাড়া পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর       চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে বিএসএফ       পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ       সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা       ফেনীতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত       বাহরাইনে বুসরা কন্ট্রাক্টিং এন্ড ম্যান পাওয়ার এর উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত    
 


ড.কোরেশীর মৃত্যুতে (বিএমএসএফ) এর বাহরাইন শাখা কমিটির নেতৃবৃন্দের শোক

বাহরাইন প্রতিনিধি:

ড.কোরেশীর মৃত্যুতে (বিএমএসএফ) এর বাহরাইন শাখা কমিটির নেতৃবৃন্দের শোকমহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফেনীর সূর্য সন্তান প্রখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক ড. ফেরদৌস আহমেদ কোরেশী আর নেই।সোমবার (৩১ আগস্ট) রাজধানীর নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি,ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজীউন। এ উপলক্ষে এক শোক বার্তায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর বাহরাইন শাখা কমিটির সভাপতি মো.স্বপন মজুমদার ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম মরহুম ড. ফেরদৌস আহমদ কোরেশীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ফেনীর দাগনভূঞাঁ উপজেলায় জন্ম নেয়া এ স্বনামধন্য মানুষটির মৃত্যুতে দেশ একজন সৎ,নির্ভীক ও জ্ঞানী সংগঠককে হারিয়েছে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর বাহরাইন শাখা কমিটির নেতৃবৃন্দ।

প্রসঙ্গত,৬০-এর দশকের মেধাবী ছাত্রনেতা ড. কোরেশী তৎকালীন অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর তিনি ১৯৬১ সালে ডাকুসর ভিপিও নির্বাচিত হন। জাতীয়তাবাদী চেতনার বিকাশে তার অবদান ছিল অসামান্য। ৬ দফা ও ১১ দফাভিত্তিক ছাত্র ও গণআন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থানে ফেরদৌস আহমেদ কোরেশীর ভূমিকা ছিল অবিস্মরণীয়।

’৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তাঞ্চল থেকে মুক্তিযুদ্ধের মুখপাত্র হিসেবে দৈনিক দেশবাংলা পত্রিকা বের করেছেন ড. কোরেশী। ওই সময় থেকেই তিনি আমৃত্যু পত্রিকাটির সম্পাদকের দায়িত্বে ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করলে ওই দলের প্রথম যুগ্ম মহাসচিবও ছিলেন ড. কোরেশী। পরে বিএনপি থেকে পদত্যগ করে ২০০৭ সালে তিনি প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) দল গঠন করেন।


Top