ঢাকা-সৌদি সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল
বাংলাদেশ থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক। যদিও প্রথমে সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছিলো এয়ারলাইন্সটিকে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক জানান, সৌদি আরবে আবেদন করেও ফ্লাইট পরিচালনার অনুমতি পায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কারণে দেশটির রাষ্ট্রয়াত্ত্ব সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সেরও ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।