আজ || বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ       ফেনীতে জুমার নামাজ পড়ালেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী       ১৭ বছর পর কারাগার থেকে ছাড়া পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর       চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে বিএসএফ       পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ       সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা       ফেনীতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত       বাহরাইনে বুসরা কন্ট্রাক্টিং এন্ড ম্যান পাওয়ার এর উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত    
 


দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির ঘোষিত আহবায়ক কমিটিকে ভুয়া দাবি করে দলটির নেতাকর্মীদের একাংশ শনিবার ১৮ জানুয়ারি ফেনী শহরের ট্রাংক রোডে ফেনী প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে।

সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক রিপন,জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইফুর রহমান রতন, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি আবুল হাসেম বাহাদুর।

দাগনভূঞা পৌর বিএনপির সাবেক সভাপতি সাইফুর রহমান স্বপন, সোনাগাজী পৌর বিএনপির সাবেক আহবায়ক আবুল মোবারক ভিপি দুলাল, জেলা যুবদলের সহ সভাপতি হাসানুজ্জামান শাহাদাত, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির আহমদ পেয়ার, সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল হক ও জেলা জাসাস নেতা ইসমাইল হোসেন সবুজ প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা জেলার এ দুটি উপজেলার ঘোষিত আহবায়ক কমিটি অবৈধ উল্লেখ করে টাকার বিনিময়ে দলের ত্যাগী ও নিবেদিত নেতাদের বাদ দিয়ে সুবিধাভোগীদের পদ দেয়া হয়েছে উল্লেখ করে অবিলম্বে ঘোষিত কমিটি বাতিলের দাবি জানান। এ সময় দাগনভূঞা- সোনাগাজী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্ল্যখ্য, ২০২৪ সালের ২২ডিসেম্বর জেলা বিএনপি সদস্য সচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষর করে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা এবং পৌরসভার নতুন আহবায়ক কমিটি ঘোষনা করেন। এই আহবায়ক কমিটি ঘোষনার পর জেলা বিএনপি আহবায়ক সহ যুগ্ম আহবায়করা কমিটি প্রসঙ্গে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং ঘোষিত কমিটিকে অবৈধ বলে ঘোষনা দেন।


Top