আজ || বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার       বাহারাইন মানামা মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীতে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজারে বেড়াতে এসে নদীতে নিখোঁজ তিনজনের মধ্যে বাকি দুইজনের লাশ উদ্ধার করা হয়ছে। তাদের নাম আনোয়ার ও মেহেদী। রবিবার সকাল ৭টা ও সাড়ে ১০টার দিকে ছোট ফেনী নদী থেকে ভাসমান অবস্থায় লাশ দু’টি উদ্ধার করে স্থানীয়রা। এর আগে এ ঘটনায় নিখোঁজ নজরুল ইসলাম স্বপন নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছিল।

নিহতদের মধ্যে- নজরুল ইসলাম স্বপন ফেনী জেলার দাগনভুঞাঁ উপজেলার দেবরামপুর গ্রামের জয়নাল আবদীনের ছেলে,ওমান প্রবাসী আনোয়ার হোসেন একই গ্রামের হাবিব উল্যাহর ছেলে ও মেহেদী হাসান শাহ আলমের ছেলে।

কাম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, দেবরামপুর গ্রামের ২৫-২৬ জনের একটি দল শনিবার সকালে মুছাপুর ক্লোজারে বেড়াতে আসে। এর মধ্যে সাতজন ছোট ফেনী নদীতে জাল দিয়ে মাছ শিকার করতে নামে। হঠাৎ প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়েন তারা। এসময় চারজন সাাঁতার কেটে তীরে উঠলেও বাকি তিনজন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও স্থানীয়রা ওইদিন বিকেলে নজরুল ইসলাম স্বপনের লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে রবিবার সকালে ছোট ফেনী নদীর পৃথক স্থান থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ বাকি দু’জনের লাশ উদ্ধার করা হয়।


Top