আজ || রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার    
 


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে সংবর্ধনা প্রদান করেন জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন শাখা

নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও জালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ড. এ কে আব্দুল মোমেনকে সংবর্ধনা প্রদান করেন জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন শাখা

শনিবার স্থানীয় সময় রাত ১০ ঘটিকায় দেশটির জুফায়ের শহরে আল মঞ্জিল হোটেলে, সংগঠনের সভাপতি মোহাম্মদ কায়েছ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায়, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়, অনুষ্ঠানে সংবর্তিত প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, দেশে বিদেশে জালালাবাদ এসোসিয়েশনের সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন সিলেটের প্রবাসীদেরকে বাংলাদেশে বিনিয়োগে আরো বেশী আগ্রহী হওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশে এখন বিনিয়োগের সবচেয়ে ভালো পরিবেশ বিরাজমান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের বলেন আপাতত বাহরাইনের ভিসা খোলার কোনো সম্ভাবনা নেই, এ ছাড়া ও প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা শুনে,তা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম, রাষ্ট্রদূত মাশফি বিন শামস, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মুইজ চৌধুরী, দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছ, শ্রম সচিব মাহফুজুর রহমান, থার্ড সেক্রেটারি মো. তাছির উদ্দিন, সাংবাদিক সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ক্রেষ্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।


Top