আজ || সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে সংবর্ধনা প্রদান করেন জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন শাখা

নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও জালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ড. এ কে আব্দুল মোমেনকে সংবর্ধনা প্রদান করেন জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন শাখা

শনিবার স্থানীয় সময় রাত ১০ ঘটিকায় দেশটির জুফায়ের শহরে আল মঞ্জিল হোটেলে, সংগঠনের সভাপতি মোহাম্মদ কায়েছ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায়, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়, অনুষ্ঠানে সংবর্তিত প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, দেশে বিদেশে জালালাবাদ এসোসিয়েশনের সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন সিলেটের প্রবাসীদেরকে বাংলাদেশে বিনিয়োগে আরো বেশী আগ্রহী হওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশে এখন বিনিয়োগের সবচেয়ে ভালো পরিবেশ বিরাজমান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের বলেন আপাতত বাহরাইনের ভিসা খোলার কোনো সম্ভাবনা নেই, এ ছাড়া ও প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা শুনে,তা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম, রাষ্ট্রদূত মাশফি বিন শামস, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মুইজ চৌধুরী, দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছ, শ্রম সচিব মাহফুজুর রহমান, থার্ড সেক্রেটারি মো. তাছির উদ্দিন, সাংবাদিক সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ক্রেষ্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।


Top