আজ || রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


ফেনীতে গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ: ওয়ার্ড কাউন্সিলের বিরুদ্ধে

ফেনী প্রতিনিধি :

ফেনী শহরের সুলতানপুর সাহেব বাড়িতে কিশোরগঞ্জ থেকে শাহজালাল নামে এক গরু ব্যবসায়ী গরু নিয়ে আসলে স্থানীয় পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম ওই গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পুলিশ সাগর নামে একজনকে আটক করেছে। আবুল কালামকে আটকের অভিযান চলছে। রাত দুইটার সময় গোলাগুলি হলে শাহজালাল নিখোঁজ থাকে সকাল সাতটায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি পুকুর থেকে।

শাহজালালের স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাত দুইটার দিকে গরু নিয়ে শাহজালাল ফেনী শহরের সুলতানপুরে সাহেব বাড়িতে ঢোকার সময় স্থানীয় কাউন্সিলর আবুল কালাম তার পিছু নেয়। এ সময় গরু বোঝাই ট্রাকটি ছিনতাই করার চেষ্টা করলে সস্বজনরা বাধা দিলে সে পিস্তলের গুলি দিয়ে শাহাজালালকে হত্যা করে। খোসা থেকে পিস্তলের গুলি বলে পুলিশ নিশ্চিত হয়েছেন।

স্বজনরা আরো জানান, গত বছরের ন্যায় এবারও কোরবানি ঈদ উপলক্ষে কুরবানি গরু বিক্রি করার জন্য জন্য কিশোরগঞ্জ থেকে শাহজালাল সহ১০ জন গরু ব্যাবসায়ী ফেনীতে আসেন। গরু বোঝাই ট্রাকটি শহরের সাহেব বাড়িতে ঢোকার সময় স্থানীয় কাউন্সিলর আবুল কালাম পিছু নেয়। এসময় তার সাথে তিন-চারজন সহযোগীও ছিল।

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে এবং একজনকে আটক করেছে আবুল কালামকে আটকের অভিযান চলছে এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন জিনিস ও পুলিশ জব্দ করেছে।


Top