আজ || বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার       বাহারাইন মানামা মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞায় পূজার নিরাপত্তায় সতর্ক থাকতে বললেন ইউএনও

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলায় ১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (পুরুষ-মহিলা) ১ম ধাপের ৯ম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা এমন নির্দেশ দেন।

ইউএনও বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকায় পূজামণ্ডপগুলোতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করার কথা বলেন। এছাড়াও তিনি কিশোর অপরাধ প্রতিরোধসহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের প্রতাপপুর উচ্চ  বিদ্যালয়ে এ মৌলিক প্রশিক্ষণের ৯ম দিনের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিবেদিতা চাকমা।

এসময় উপস্থিত ছিলেন প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া আজাদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া।

এসময় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা দিলরুবা আক্তার, সংশ্লিষ্ট ইউনিয়নের দলনেতা আবু হাসান ও দল নেত্রী সাবিনা আক্তার উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে,
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের প্রাথমিকভাবে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান, সামাজিক দায়বদ্ধতা, নৈতিকতা, স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা, প্রাথমিক আইনগত ধারণা প্রদান, নারী ও শিশু পাচার রোধ, বাল্যবিয়ে নিরোধ, যৌতুক প্রদান বন্ধ করা, জন্ম নিয়ন্ত্রণ, ইভটিজিং, এসিড নিক্ষেপ নিয়ন্ত্রণ, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, পরিবেশ দূষণ, দুর্নীতি প্রতিরোধ ও শিষ্টাচার, নির্বাচন, দুর্গাপূজা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিতে দায়িত্ব পালন, গবাদি পশু/পাখি পালন ও চিকিৎসা পদ্ধতি, মৎস্য চাষ ও চিকিৎসা পদ্ধতি, অগ্নি দুর্ঘটনা ও ভিডিপি সদস্যদের করণীয় প্রভৃতি বিষয়ে পাঠদান করা হচ্ছে।

১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় ৩২ জন পুরুষ ও ৯ জন মহিলাসহ মোট ৪১ জন ভিডিপি সদস্য অংশ নেন।

উল্লেখ্য, এ প্রশিক্ষণ কার্যক্রম (প্রথম ধাপ) ৩ অক্টোবর সমাপ্ত হবে।


Top