দাগনভূঞা প্রতিনিধি:
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা চারণ সাংস্কৃতি কেন্দ্রের আয়োজনে বাউল সম্রাট, মানবতাবাদী লালন শাহ এর ১৩৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চারন সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চারণের সভাপতি রাজু ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর দাসের সঞ্চালনায় আলোচনা করেন আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক ইমাম উদ্দিন, ফেনী জেলা চারণের সভাপতি অর্জুন দাস,
দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এসময় জেলা বাসদের সাবেক আহ্বায়ক হারাধন চক্রবর্ত্তী, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস,
সাবেক উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি সিরাজ উল্যাহ ও চারণের প্রশিক্ষক সুনিল দেবনাথ। এছাড়াও চারন সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষার্থীরা ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, লালনের দর্শন হলো মানুষের প্রতি মানুষের টান, মাটির প্রতি ভালোবাসা, মানব চিন্তা চেতনা বিকাশ যা অন্ধকার থেকে আলোর পথ দেখায় আমাদের সে পথে যেতে হবে। সভা শেষে চারণের শিল্পিরা লালনের গান পরিবেশন করেন।