আজ || বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


ফেনীর মোহাম্মদ আলী দুলা মিয়া রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ফেনী প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দুলামিয়া রাস্তার মাথায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা যানজটের পর যান চলাচল স্বাভাবিক হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। বাস এবং কাভার্ডভ্যানটি উদ্ধার করে মহিপাল হাইওয়ে থানায় রাখা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বলেন, তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম রিয়াজ উদ্দিন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। আরেকজন কুমিল্লার সদর উপজেলা দুর্গাপুর গ্রামের কাভার্ডভ্যান চালক নাজমুল হাসান।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল জানান, আহতদের ফেনী জেনারেল হাসপাতাল থেকে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হচ্ছে ফেনী জেলার ফোরকান মিয়া, ঢাকার আমির হামজা, চট্টগ্রামের সুজন দাস। তাদের সবার অবস্থা গুরুতর। আহত অন্যরা হলেন- আবুল কালাম, আরিফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ছাত্র রাউযান সরকার, আব্দুল হান্নান ও নয়ন।

স্থানীয় বাসিন্দা নুরুদ্দিন জানান, বেলা ১১টার দিকে বিকট শব্দে সংঘর্ষ হয়।তখন লোকজন গিয়ে দেখে গাড়িতে থাকা লোকজন দুটি গাড়ির মাঝখানে আটকে আছে। অনেককে কেটে বের করতে হয়েছে। নিহত ৪ জনের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

 


Top