আজ || বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনীর মহিপালে ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী       বাহরাইনে “NEW AL RIYAZ GENERAL TRADING” এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন       বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে বিহার-ওড়িশাও রেহাই পাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়       জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে ফেনীতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ       রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমির পূনরায় নির্বাচিত  হয়েছেন মাওঃ মোহাম্মদ আবদুজ জাহের       সাংবাদিক মুন্নী সাহাকে আটক করেছে পুলিশ       এডিবি’র অর্থায়নে দাগনভূঞায় অসহায়দের মধ্যে বিভিন্ন সহায়তা       ফেনীর দাগনভূঞায় বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ       ফেনীর দাগনভূঞায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা       জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান    
 


ফেনীর সোনাগাজীতে ৬টি চোরাই গরুসহ গ্রেফতার-৫

ফেনী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজীতে ৬টি চোরাই গরুসহ পাঁচ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার(২৫ আগষ্ট)এ তথ্য জানিয়েছেন স্থানীয় মডেল থানার এসআই মো. সাইফুদ্দীন। এর আগে সোমবার (২৪ আগষ্ট)রাতে উপজেলার চরচান্দিয়া এলাকা থেকে ৬টি গরুসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন,একই উপজেলার দক্ষিণ পূর্ব চরচান্দিয়া হানিফ মৃত বদিউজ্জামানের ছেলে বেলাল হোসেন (৫০),ছিদ্দিকুর রহমানের ছেলে শহিদুল ইসলাম সোহেল (২৮),আব্দুল মান্নানের ছেলে শাকিল (১৮),নুরুল আফসারের ছেলে রিফাত হোসেন (১৮)চর সোনাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নুরুল আফসার (২৬)। সোনাগাজী মডেল থানার ওসি ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,প্রথমে ২টি চোরাই গরুসহ তাদেরকে গ্রেফতার করা হয়।


Top