আজ || রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফেনীস্থ র‌্যাব-৭

ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফেনীস্থ র‌্যাব-৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুন্ডে ৩৫৪ বোতল ফেন্সিডিলসহ মনির হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে ফেনীস্থ র‌্যাব-৭ ক্যাম্পের সদস্যরা। গতকাল শুক্রবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সীতাকুন্ডের বটতলস্থ একটি সিএনজি রিফুয়েলিং স্টেশন এর সামনে হতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ জুনায়েদ জাহেদী। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

জুনায়েদ জাহেদী জানান, মাদক পাচারের গোপন খবর পেয়ে মহসড়কের ওই স্থানে তল্লাশী চৌকি স্থাপন করা হয়। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটারকে থামতে সংকেত দিলে সেটি পালিয়ে যাবার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা চালক মনির হোসেনকে আটক করে। পরে গাড়িটিতে তল্লাশী চালিয়ে ৩৫৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৪ হাজার টাকা। আটক মনির চট্টগ্রামের হেয়াকোর ভুজপুরের বাবুল মিয়ার ছেলে।

র‌্যাব কর্মকর্তা জানান, মনির দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদকদ্রব্য (ফেন্সিডিল) চট্টগ্রাম থেকে এনে ফেনী ও ঢাকাসহ বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে বলে জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।


Top