আজ || রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার    
 


বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাহরাইনের বাৎষরিক বন ভোজন অনুষ্ঠিত

নিজস্ব  প্রতিবেদক :

বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাহরাইনের বাৎষরিক বন ভোজন অনুষ্ঠিত।

বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাহরাইন ও IEB-বাহরাইন ওভারসিজ চ্যাপ্টারের উদ্যোগে বাৎষরিক বন ভোজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দেশটির যুফায়ের শহরে স্প্রিং ফিল্ড টাওয়ারে স্থানীয় সময় দুপুর ২ টায় প্রকৌশলী ড. এস. এম. জাকির হোসাইন এর সভাপতিত্বে

ও আর্কিটেক্ট ফারিয়েল খানের সঞ্চালনায়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত ড. মো. নজরুল ইসলাম,

বিশেষ অতিথি ছিলেন দূতালয় প্রধান এ. কে. এম. মহিউদ্দিন কায়েস, এবং তৃতীয় সচিব মো. তাছির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন ড. শাহ আলম,

ইঞ্জি. তরুন কান্তি বিশ্বাস,

ইঞ্জি. মোহাম্মদ মোস্তফা, ইঞ্জি. নজরুল ইসলাম,

ইঞ্জি. ফয়সাল আরিফ, ইঞ্জি. শাহেদুল ইসলাম,

ইঞ্জি. কামরুল হাসান ও ইঞ্জি. মো. বেলাল।

আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার দেলোয়ার হোসেন, ডাক্তার ফারসিয়া।

এবং বি. ই. এ. বি. এর সদস্য এবং তাদের পরিবার বৃন্দ।

অনুষ্ঠানে নানা বাহারি খাবার,

গান, ও বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়।

এবং উপস্থিত সবাই তা দারুণভাবে উপভোগ করেন।

 


Top