আজ || বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটিতে শপথ নিলেন ইলিয়াস কাঞ্চন ও নিপুন

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটিতে শপথ নিলেন ইলিয়াস কাঞ্চন ও নিপুন। আজ রোববার( ৬ ফেব্রুয়ারী) বিকেলে ৫টায় এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ বাক্য পড়ান সাবেক সভাপতি মিশা সওদাগর। পরে ইলিয়াস কাঞ্চন সাধারণ সম্পাদক নিপুণসহ নতুন কমিটির উপস্থিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সমিতির কার্যালয়ে কাঞ্চন-নিপুণকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মিশা সওদাগর। এরপর তারা নির্ধারিত আসন গ্রহণ করেন এবং হাস্যোজ্বল মুখে ক্যামেরাবন্দি হন।

এর আগে গতকাল সমাজ কল্যান মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত আপিল বোর্ড চিত্র নায়ক জায়েদ খানের সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা বাতিল করে।সেই সুবাদে  এই পদে জয়ী হলেন অভিনেত্রী নিপুন।চিত্র নায়িকা নিপুন দুই বছররে জন্য সাধারন সম্পাদক হিসেবে শপথ নিয়েছেন  ।

নিপুনকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষণা করায় ৩৮ বছররে ইতহিাসে এই প্রথমবার নারী সক্রেটোরি পলেনে চলচ্চত্রি শল্পিীরা। শিল্পী সমিতির স্টাডি রুমে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে , গেল ২৮ জানুয়ারী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি পদে চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনকে সভাপতি এবং জায়েদ খানকে সাধারন সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন সাধারন সম্পাদক পদে আরেক প্রার্থী চিত্র নায়িকা নিপুন।তিনি অভিযোগ করেন চিত্র নায়ক জায়েদ খান এবং সদস্য পদপ্রার্থী চুন্নু টাকা দিয়ে ভোট প্রভাবিত করেছেন।

দুজন ভোটারও এমন অভিযোগ করেন। তাদের অভিযোগের বিষয়ে তদন্তের জন্য শিল্পী সমিতির নির্বাচনে গঠিত আপিল বোর্ডের চেয়ারম্যান, পরিচালক সমিতির সভাপতি এবং সোহানুর রহমান সোহানকে নির্দেশ দেয় সমাজকল্যান মন্ত্রণালয়। সেই নির্দেশ পেয়ে গতকাল বিকেলে শনিবার জায়েদ খান ও নিপুনকে বৈঠক ডাকেন সোহানুর রহমান।কিন্ত চিত্র নায়ক জায়েদ খান আপিল বিভাগের এখতিয়ার অবৈধ বলে বৈঠকে যোগ দেননি।

পরে নিপুনকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষণা করেন সোহানুর রহমান সোহান। ঘোষণার সময় ব্রিফিংয়ে সোহান বলেন, প্রধান নির্বাচন কমিশনার অবৈধভাবে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করেছে।

জায়েদ খান এবং চুন্নুর বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ পেয়েও তিনি ব্যবস্থা নেননি। অথচ অভিযোগের সত্যতা পেয়েছে আপিল বোর্ড।  একারনে তাদের প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়েছে। চুন্নুর প্রার্থীতা বাতিল হওয়ায় নাদির খানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।


Top