আজ || শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন মোহাররক শাখার উদ্যোগে সরস্বতী পূজা উদযাপন

মো. স্বপন মজুমদার :

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন মোহাররক শাখার উদ্যোগে সরস্বতী পূজা উদযাপন


হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাণী অর্চনা দেবী শ্রী শ্রী সরস্বতী পূজার আয়োজন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন মোহাররক শাখা

শনিবার দেশটির হামালায় রুমি সুইমিংপুলের হলরুমে অস্থায়ী মণ্ডপে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়,

সভায় সংগঠনের সভাপতি বাবু দুলাল দাসের সভাপতিত্বে

ও সাধারণ সম্পাদক বিধান মজুমদারের সঞ্চালনায়,

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি বকুল সূএধর,

প্রধান বক্তা ছিলেন হিন্দু মহাজোট বাহরাইন শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যিশু,

প্রধান আলোচক ছিলেন হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অভিনাশ পাল,

বিশেষ বক্তা ছিলেন বিষ্ণুপদ দেব,

বিশেষ অতিথি ছিলেন মানিক দাস, উওম কৃষ্ণ দাস প্রভু,

জুন্টু সিল, বিকাশ, শ্রী দুলাল মিএ, রতন মণ্ডল সহ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এসময় বিশ্ববাংলা সাংস্কৃতিক সংসদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়,

সভাপতি সুজন সূত্রধর, নির্বাহী সভাপতি ঝন্টু শীল, সহ-সভাপতি নিপেশ সূত্রধর, সাধারণ সম্পাদক বিধান মজুমদার এবং সাংস্কৃতিক সম্পাদক সঞ্জীব সজীব দাস সহ ৫১ জন বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়,

এসময় ভক্তরা বলেন, মা সরস্বতী জ্ঞানের দেবী, বিদ্যার দেবী, ললিতকলার দেবী। প্রবাসে এসব আয়োজন কষ্টসাধ্য হলেও ধর্মীয় যথারীতি নিয়ম অনুসারেই এ ধরনের আয়োজন করার সর্বাত্বক প্রচেষ্টা থাকে আয়োজকদের।

এসময় পূজামঞ্চ একটা মিলন মেলায় রূপ নেয়।

মা সরস্বতী আমাদের আশীর্বাদ করছেন- জীবনকে শুভ্র ও পবিত্র রাখো। সত্যকে আঁকড়ে রাখো।

মূল গ্রন্থের বাণী পালন করো। জীবন ছন্দময় করো। স্বাচ্ছন্দ্যে থাকো।

এ বিশ্বের সবাই মনের কলুষতা দূর করে জ্ঞানের আলোয় নিজেকে ও অন্যকে আলোকিত করুক মা সরস্বতীর কাছে এই প্রার্থনাই করি।


Top