আজ || সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন মোহাররক শাখার উদ্যোগে সরস্বতী পূজা উদযাপন

মো. স্বপন মজুমদার :

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন মোহাররক শাখার উদ্যোগে সরস্বতী পূজা উদযাপন


হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাণী অর্চনা দেবী শ্রী শ্রী সরস্বতী পূজার আয়োজন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন মোহাররক শাখা

শনিবার দেশটির হামালায় রুমি সুইমিংপুলের হলরুমে অস্থায়ী মণ্ডপে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়,

সভায় সংগঠনের সভাপতি বাবু দুলাল দাসের সভাপতিত্বে

ও সাধারণ সম্পাদক বিধান মজুমদারের সঞ্চালনায়,

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি বকুল সূএধর,

প্রধান বক্তা ছিলেন হিন্দু মহাজোট বাহরাইন শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যিশু,

প্রধান আলোচক ছিলেন হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অভিনাশ পাল,

বিশেষ বক্তা ছিলেন বিষ্ণুপদ দেব,

বিশেষ অতিথি ছিলেন মানিক দাস, উওম কৃষ্ণ দাস প্রভু,

জুন্টু সিল, বিকাশ, শ্রী দুলাল মিএ, রতন মণ্ডল সহ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এসময় বিশ্ববাংলা সাংস্কৃতিক সংসদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়,

সভাপতি সুজন সূত্রধর, নির্বাহী সভাপতি ঝন্টু শীল, সহ-সভাপতি নিপেশ সূত্রধর, সাধারণ সম্পাদক বিধান মজুমদার এবং সাংস্কৃতিক সম্পাদক সঞ্জীব সজীব দাস সহ ৫১ জন বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়,

এসময় ভক্তরা বলেন, মা সরস্বতী জ্ঞানের দেবী, বিদ্যার দেবী, ললিতকলার দেবী। প্রবাসে এসব আয়োজন কষ্টসাধ্য হলেও ধর্মীয় যথারীতি নিয়ম অনুসারেই এ ধরনের আয়োজন করার সর্বাত্বক প্রচেষ্টা থাকে আয়োজকদের।

এসময় পূজামঞ্চ একটা মিলন মেলায় রূপ নেয়।

মা সরস্বতী আমাদের আশীর্বাদ করছেন- জীবনকে শুভ্র ও পবিত্র রাখো। সত্যকে আঁকড়ে রাখো।

মূল গ্রন্থের বাণী পালন করো। জীবন ছন্দময় করো। স্বাচ্ছন্দ্যে থাকো।

এ বিশ্বের সবাই মনের কলুষতা দূর করে জ্ঞানের আলোয় নিজেকে ও অন্যকে আলোকিত করুক মা সরস্বতীর কাছে এই প্রার্থনাই করি।


Top