আজ || শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার    
 


বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন জিদাফস শাখার অভিষেক ও সনাতনী সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন জিদাফস শাখার অভিষেক ও সনাতনী সম্মেলন ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটির রাজধানী মানামার একটি অভিজাত হোটেলে এর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রজত পালের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শান্ত সূএধর এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নকুল সূএধর এর পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মো. তাসির উদ্দিন, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাহরাইন হিন্দু মহাজোটের প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যীশু, প্রধান বক্তা ছিলেন হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি বকুল সূএধর, মূখ্য আলোচক ছিলেন বাহরাইন শাখার নির্বাহী সভাপতি অনুকূল দেবনাথ, বিশেষ বক্তা ছিলেন বাহরাইন শাখার সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, ধর্মীয় আলোচক ছিলেন বাহরাইন শাখার সাংগঠনিক সম্পাদক বিধান মজুমদার, বিশেষ অতিথি ছিলেন সুকেশ দেবনাথ, জহরলাল দাশ, রুপম পাল, ঝন্টু শীল, ছোটন দেবনাথ, রামকৃষ্ণ চক্রবর্তী, সংকর চক্রবর্তী, প্রদীপ ভট্রাচার্য্য প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন নিপেশ সূএধর, সিতু দেব নাথ, রিপন দেবনাথ পূর্ণ, সজীব দাশ, সুজিত সূএধর, অজয় সরকার, বিজয় মজুমদার, গৌতম দেবনাথ, অমিত পাল, সমর সূএধর, নিলয় পাল, অলক পাল, রীতেশ দেবনাথ, খোকন দেবনাথ, সুমন সূএধর, তপন দাশ, বিশ্বজিত পাল, মাধব শীল, বাপ্পন সূএধর ও মহিলা সম্পাদিকা মন্ডলী, রামকৃষ্ণ চক্রবর্তীর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হয়।

মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও জয় ধ্বনি দিয়ে হিন্দু মহাজোট জিদাফস শাখার অভিষেক ও শুভ উদ্বোধন কেন্দ্রীয় কমিটির ঢাকার সহ-সভাপতি ও বাহরাইন হিন্দু মহাজোট বৈদেশিক শাখা প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী সুকুমার যীশু (হিন্দুরত্ন)।

অনুষ্ঠানে রজত পাল কে সভাপতি ও শান্ত সূএধরকে সাধারণ সম্পাদক এবং সংকর দাশকে সাংগঠনিক
সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্যের বিশিষ্ট
কমিটি ২বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।


Top