স্টাফ রিপোর্টার:
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে পুরোহিতের মন্ত্র পাঠ, উলুধ্বনি, শঙ্খ ধ্বনি আর ঢাকের আওয়াজে মুখোরিত হয়ে ওঠে মণ্ডপে টি। এসময় ফল আর বিভিন্ন উপকরণ দিয়ে নৈবেদ্য সাজিয়ে দেবীকে নিবেদন করেন ভক্তরা।
এসময় পুরোহিতের চন্ডী পাঠের মাধ্যমে পূণ্য লাভের আশায় দেবীর পায়ে অঞ্জলী দেন ভক্তরা।
এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে পৃথিবীতে এসেছেন আর আগামী (১৩ অক্টোবর) বিসর্জনের মাধ্যমে ঘোড়ায় চড়েই কৈলাসে ফিরবেন তিনি।
দেশটির রাজধানী মানামা (১১অক্টোবর) শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় স্থাপিত অস্থায়ী মণ্ডপে এ পূজার আয়োজন করা হয়।
বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হিন্দুদের সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে ৭বছর ধরে বাহরাইনে এ পূজার আয়োজন করে আসছেন।
পূজার আয়োজনের জন্য হিন্দু মহাজোট কে সহায়তা করেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি অনুকূল দেবনাথ,
সংগঠনের প্রধান উপদেষ্ঠা দুলাল দাস,
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যীশু হিন্দুরত্ন, সংগঠনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব,
রুপম পাল, ছোটন দেবনাথ সহ বাহরাইনে বসবাসরত হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।