আজ || বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ       ফেনীতে জুমার নামাজ পড়ালেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী       ১৭ বছর পর কারাগার থেকে ছাড়া পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর       চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে বিএসএফ       পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ       সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা       ফেনীতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত       বাহরাইনে বুসরা কন্ট্রাক্টিং এন্ড ম্যান পাওয়ার এর উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত    
 


বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইন শাখার আহবায়ক কমিটি গঠন

মো. স্বপন মজুমদার 

বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।

শনিবার দেশটি মোহাররক শহরে রাত ৯ টায় স্থানীয় একটি হোটেলে পবিত্র কোরআন তেলোওয়াত এর মধ্যদিয়ে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়,

সভায় আহবায়ক কমিটির প্রধান উপদেষ্ঠা সয়সাল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে

ও সদস্য নজরুল ইসলাম সম্রাট এর সঞ্চালনায়,

এসময় বিশেষ অতিথি ছিলেন ফুয়াদ তাহের শান্তনু,

আসিফ আহমেদ,

আলাউদ্দিন নুর,

আস্রাফ উদ্দিন,

মাজহারুল হক নয়ন,

সাদির হোসাইন সাদেক, সাবের আহমেদ,

খায়রুল বাশার,

আবুল বাশার, মামুন মজুমদার,

সেলিম হোসেন।

আব্দুল মোমিন,

মামুন মজুমদার।

মোরশেদুল ইসলাম,

সেলিম রেজা,তাজ উদ্দিন

সিরাজুল ইসলাম চন্নু

সহ আহবায়ক কমিউনিটির নেতৃবৃন্দ,

এসময় মোহাম্মদ হায়াতুল্লা মল্লিক কে আহবায়ক

ও আলাউদ্দিন আহমেদ কে

সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

উপদেষ্ঠা মন্ডলী……

সয়সাল মাহমুদ চৌধুরী, ফুয়াদ তাহের শান্তনু, মনজুর আহমেদ, আসিফ আহমেদ, আলাউদ্দিন নুর, আস্রাফ উদ্দিন, মাজহারুল হক নয়ন,

আহবায়ক কমিটি…..

মোহাম্মদ হায়াতুল্লা মল্লিক আহবায়ক, সাদির হোসাইন সাদেক যুগ্ম আহবায়ক, সাবের আহমেদ যুগ্ম আহবায়ক,খায়রুল বাশার যুগ্ম আহবায়ক,

আলাউদ্দিন আহমেদ সদস্য সচিব, সেলিম রেজা সদস্য,মামুন মজুমদার সদস্য, আবুল বাশার সদস্য,নজরুল ইসলাস সম্রাট সদস্য,এস.এম আসলাম সদস্য,

আব্দুল মোমিন সদস্য, মোরশেদুল ইসলাম সদস্য, রহুল আমিন সদস্য,তাজ উদ্দিন সদস্য, ফারুক আহমেদ সদস্য,ফখরুদ্দিন সদস্য,মো. মাজিদ সদস্য, জাকির মিয়াজী সদস্য, মনির হোসাইন সদস্য,সেলিম দড়ি সদস্য, হাফেজ সোলেমান সদস্য, বকুল সূএ ধর সদস্য,অভিনাস পাল সদস্য,

দুলাল দাস সদস্য, অনুকুল দেবনাথ সদস্য,ইস্রাফিল আজাদ আরজু সদস্য, মো. সোবহান সদস্য, মো. আবুল কাসেম ভূইয়া সদস্য, রফিকুল ইসলাম স্বপন সদস্য, শফিক চৌধুরী সদস্য, মো. মোশা মিয়া সদস্য,

সজল আহমেদ সদস্য, মো. নাজমুল সদস্য মো. শাহ আলম সদাগর সদস্য, আব্দুর রহমান সদস্য, আব্দুল্লাহ আল নোমান সদস্য, নুরুল ইসলাম নুর সদস্য।

আলোচনা শেষে মহামারী করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top