আজ || বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ       ফেনীতে জুমার নামাজ পড়ালেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী       ১৭ বছর পর কারাগার থেকে ছাড়া পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর       চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে বিএসএফ       পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ       সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা       ফেনীতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত       বাহরাইনে বুসরা কন্ট্রাক্টিং এন্ড ম্যান পাওয়ার এর উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত    
 


বাহরাইনে চালু হলো ই পাসপোর্ট সেবার কার্যক্রম

মো. স্বপন মজুমদার

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর বাহরাইনে চালু হলো ই পাসপোর্ট সেবার কার্যক্রমশুক্রবার দেশটির রাজধানী মানামা স্থানীয় সময় বিকেল ৪ টায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রতিনিধি যৌথ ভাবে এই সেবার উদ্ভোধন করেন, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মুহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েছ।

এই সময় প্রধান অতিথির ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের যুগ্ন সচিব ফয়সল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প এর উপ প্রকল্প পরিচালক লে: কর্নেল সৈয়দ মো তৌফিকুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সদস্য রূপালী মন্ডল, মো. মোস্তফা জালাল খাঁন, নাদিরা আক্তার সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের যুগ্ন সচিব ফয়সল আহমেদ বাংলাদেশ ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

তিনি বর্তমান সরকারের নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের একটি মাইলফলক হলো ই-পাসপোর্ট কার্যক্রম।

রাষ্ট্রদূত বক্তব্যে বলেন প্রবাসীদের দীর্ঘদিনের দাবী পূরণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন পাশাপাশি বহির বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করেন, তথ্যগত কোনো ভুল না থাকে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট প্রবাসীদের হাতে তুলে দিবেন বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের যুগ্নসচিব পাঁচ বছর মেয়াদি পাসপোর্টে আকামা লাগাতে গিয়ে অনেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক প্রবাসীর পাসপোর্ট কোম্পানি বা মালিকের কাছে জমা থাকায় তারা সঠিক সময়ে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়ন করতে পারেন না। ফলে শিগগিরই ই-পাসপোর্ট চালু হলে প্রবাসীদের ভোগান্তির অবসান হবে।

এদিকে পাসপোর্ট ভোগান্তি থেকে পরিত্রাণের খবরে উচ্ছ্বসিত বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা, বাংলাদেশ কমিউনিটির নেতারা তাদের বক্তব্যে ই-পাসপোর্ট কার্যক্রমকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ও দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আবেদনের সময় জাতীয় পরিচয়পত্র ও আগের পাসপোর্ট সাথে রাখতে হবে। আর যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধন দিয়ে ই- পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে।


Top