আজ || শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত       দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ    
 


বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বাহরাইন চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বাহরাইন চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিতবাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলামের সঙ্গে বাহরাইনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাহরাইন চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রদূতের সাথে অংশগ্রহণ করেন বাহরাইন চেম্বারের চেয়ারম্যান সামীর নাস, সি.ই.ও শাকের ইব্রাহিম ও ডেপুটি সি.ই.ও আব্দুল্লাহ বাদের।আলোচনার শুরুতেই চেয়ারম্যান নাস রাষ্ট্রদূতকে বাহরাইনে স্বাগত জানান এবং বন্ধুপ্রতীম দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করেন।
ড. নজরুল বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস, আইসিটি, গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরে বাহরাইনের বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন। এছাড়া রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ১০০টি বিশেষ অর্থনৈতিক জোনে বাহরাইনকে বিনিয়োগের আহ্বান জানান।বাহরাইন চেম্বারের পক্ষে জনাব নাস রাষ্ট্রদূতের সাথে একমত পোষণ করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে তিনি ফার্মাসিউটিক্যালস সেক্টরে বাংলাদেশী স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পণ্য বাহরাইনে উৎপাদন করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এ লক্ষ্যে দু’দেশের শীর্ষ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সফর আয়োজন এবং নেতৃবৃন্দের অংশগ্রহণে অচিরেই একটি ওয়েবিনার বা অনলাইন মতবিনিময় সভা আয়োজনে মান্যবর রাষ্ট্রদূতের প্রস্তাবে জনাব নাস আন্তরিক আগ্রহ প্রকাশ করেন। দু দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করার ব্যাপারে দু’পক্ষই সম্মত হন। মান্যবর রাষ্ট্রদূত এ বৈঠকে বাহরাইন সরকারের করোনাভাইরাস প্রতিরোধে গৃহীত ব্যবস্থা সমূহের প্রশংসা করেন। মহামারী পরবর্তীকালে বাংলাদেশ থেকে বাহরাইনে দক্ষ জনশক্তি নিয়োগের ব্যাপারেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।


Top