আজ || বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ       ফেনীতে জুমার নামাজ পড়ালেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী       ১৭ বছর পর কারাগার থেকে ছাড়া পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর       চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে বিএসএফ       পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ       সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা       ফেনীতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত       বাহরাইনে বুসরা কন্ট্রাক্টিং এন্ড ম্যান পাওয়ার এর উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত    
 


বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান “ইনতিসার টেকনোলজি কোম্পানির” শুভ উদ্বোধন!

নিজস্ব প্রতিবেদক:

বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান”ইনতিসার টেকনোলজি কোম্পানির” শুভ উদ্বোধন শনিবার স্থানীয় সময় সন্ধা ৭ টায় দেশটির রিফা বাঙ্গালী গলিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা ফিতা কেটে এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান,

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সমাজের সভাপতি মনজুর আহমদ, জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের সভাপতি মো. কয়েস আহমদ,

জালালাবাদ কমিউনিটি বাহরাইনের উপদেষ্টা আব্দুল হামিদ, আব্দুল জলিল, ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের সভাপতি রশিদ আহমদ চৌধুরী,

সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হাই রিপন, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হাসান (সোহাগ)

আরো উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন, ইয়াং এসোসিয়েশন বাহরাইনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যমুনা টেলিভিশন বাহরাইনের প্রতিনিধি স্বপন মজুমদার সহ রিফা এলাকায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।

প্রতিষ্টানের পরিচালক নাজির আহমদ জানান, ইনতিসার টেকনোলজিতে সাইনবোর্ড, ব্যানার,কোটেশন, এগ্রিমেন্ট প্রিন্ট, ই-পাসপোর্ট, ভিসার আবেদন সহ সরকারী বেসরকারী বিভিন্ন অনলাইন ফর্ম পুরনের সেবা প্রদান করা হবে।

বাংলাদেশ সমাজের সভাপতি মনজুর আহমদ ও জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের সভাপতি কয়েস আহমদ তাদের বক্তব্যে প্রতিষ্টানের সাফল্য কামনা করে বলেন, বাহরাইন সরকারের ব্যবসায়ী বান্ধব সুযোগ সুবিধার জন্য প্রবাসী বাংলাদেশীদের নতুন নতুন বিভিন্ন প্রতিষ্টান হচ্ছে যা বাংলাদেশীদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে।

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমান, উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাসের বিভিন্ন সেবার কথা উল্লেখ করে এর সেবা নেয়ার আহবান জানান।

বাংলাদেশ দূতাবাস এখন প্রতি সপ্তাহে মঙ্গলবার প্রবাসী বাংলাদেশীদেরকে বাহরাইনী উকিলের মাধ্যমে ফ্রি আইনী পরামর্শ ও নুন্যতম খরচে আইনী সহায়তা প্রদান করছে।

এসময় তিনি প্রবাসী কল্যণ কার্ড ও প্রবাসী স্কিমের লিফলেট বিতরণ করেন।


Top