আজ || শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত       দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ    
 


বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

মো.স্বপন মজুমদার:

প্রবাসীদের কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার; স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উগ্যোগে ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উদযাপন করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ারস এ কে এম মহিউদ্দিন কায়েস এর সভাপতিত্বে

পবিত্র কোরআন তেলাওয়াতসহ

দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দেওয়া বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব মো. ইলিয়াছুর রহমান

এবং শ্রম সচিব মাহফুজুর রহমান।

এসময় দূতাবাসের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন সামাজিক

এবং আঞ্চলিক সংগঠন, ডাক্তার ইঞ্জিনিয়ার, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ারস এ কে এম মহিউদ্দিন কায়েস আগত সব সেবাপ্রার্থীকে জাতীয় প্রবাসী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, অভিবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল করার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি দূতাবাসে আগতদের বৈধ চ্যানেলে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।

বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনার বিষয়ে তিনি সবাইকে অবহিত করেন।

বাংলাদেশ সরকার প্রবর্তিত পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার জন্যও তিনি সবাইকে অনুরোধ জানান।

দূতাবাসে আগত সেবা প্রার্থীদের ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উপলক্ষে মিষ্টিমুখ করানো হয়।

উপস্থিত সেবাপ্রার্থীরাও এ উপলক্ষে তাদের অভিমত এবং অনুভূতি ব্যক্ত করেন।

সেবাপ্রার্থীরা দূতাবাসের সেবায় তাদের সন্তুষ্টি প্রকাশ করে এ বিশেষ আয়োজনের জন্য দূতাবাসকে ধন্যবাদ জানান।


Top