আজ || শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ       ফেনীতে জুমার নামাজ পড়ালেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী       ১৭ বছর পর কারাগার থেকে ছাড়া পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর       চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে বিএসএফ       পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ       সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা       ফেনীতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত       বাহরাইনে বুসরা কন্ট্রাক্টিং এন্ড ম্যান পাওয়ার এর উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত    
 


বাহরাইনে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে বাহরাইন সরকারকর্তৃক অনুমোদিত সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র আয়োজনে ও বাংলাদেশ দূতাবাস,বাহরাইন কমিউনিটি পুলিশ ও লিন্নাস মেডিকেল সেন্টারের সার্বিক সহযোগিতায় পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আসিফ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান স্থপতি পরিবেশ সচেতনতা মূলত বিভিন্ন প্রকল্প, বাহরাইন ক্লিনআপ ও ডাইভিং স্বেচ্ছাসেবক গোষ্ঠীগুলোর সাথে জড়িত কাই খালিদ মিথিগ ।

 

(১ অক্টোবর) রাত ৮ টায় বাহরাইন সরকারের অনুমোদন দেয়া দেশটির রাজধানী মানামা শহরের বিভিন্ন গলিতে গন সচেতনতা মূলক মাইকিং,রাস্তায় পড়ে থাকা ময়লা খুঁড়ানো ও কীটনাশক স্প্রে করা ইত্যাদি সোসাইটির স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত হয়।


এসময় দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ তৌহিদুল ইসলাম সোসাইটির এই কার্যক্রমের জন্য মুগ্ধ হন এবং পরিচ্ছন্নতার উপর বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও সোসাইটির কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি ম্যানেজার সোহেল বর্তমান বিশ্বে পরিবেশ দূষণকারী প্লাস্টিক বর্জ পদার্থের ক্ষতিকর বিভিন্ন দিকগুলো তুলে ধরেন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাজহারুল হক নয়ন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার,

ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মো. মোতালেব হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মোমেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলা উদ্দিন, সদস্য সচিব আলতাফ মাহমুদ, লিন্নাস মেডিকেল সেন্টারের ল্যাব ইনচার্জ নজরুল ইসলাম নাহিদ, সোসাইটির হুরা শাখার সভাপতি হাশেম রানা,সিত্রা শাখার সভাপতি নাসির উদ্দিন,

মানামা শাখার সভাপতি ইসরাফিল এবং শাখা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকবৃন্দ এবং বাহরাইনে নিযুক্ত বিভিন্ন প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি আসিফ আহম্মেদ আমন্ত্রিত অতিথিবৃন্দকে ও সোসাইটির স্বেচ্ছাসেবকদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।


Top