আজ || বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত       দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ    
 


বাহরাইনে ৩ দিন ব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস ছাড়াও বাহরাইনের জাতীয় দিবস, দিবসটি উপলক্ষে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ স্কুল এ মেলার আয়োজন করে । ১৫, ১৬ এবং ১৭ই ডিসেম্বর, ৩ দিনের এ মেলায় ছিলো নানা আয়োজন। মেলার স্টলগুলোতে ছিল বাংলাদেশি পণ্য , সংস্কৃতিক আয়োজনে ছিলো বাংলাদেশি নাচ গান সহ বিভিন্ন পরিবেশনা, বিদেশের মাটিতে এমন আয়োজনে উচ্ছাসিত প্রবাসী বাংলাদেশিরা।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টায় দেশটির আলী নামক স্থানে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ভূমিতে মেলাটির উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মো. নজরুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন, দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছ, প্রথম সচিব মো.ইলিয়াছুর রহমান, শ্রম সচিব মাহফুজুর রহমান এবং থার্ড সেক্রেটারি মো. তাছির উদ্দিন সহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা,

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন , সিআইপি সফিউদ্দিন আহমেদ, আলাউদ্দিন নুর, মো. শাহ জালাল, স্কুলের প্রিন্সিপাল অরুন নায়ার, আইনুল হক, মাজহারুল হক নয়ন, মাজহারুল ইসলাম বাবু, সালাউদ্দিন, জসিমউদ্দিন, আবুল বাশার, বাহরাইনে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

আয়োজনে নানান স্বাদের মুড়কি, চটপটি, মিঠাইসহ দেশীয় খাবারের ছিল রকমারি বাহার। নারীরা লাল সবুজের শাড়ি, পুরুষের পরনে লাল সবুজের পাঞ্জাবি ও ফতুয়া বিদেশিদের কাছে বাঙালির সংস্কৃতি আরও আর্কষণীয় করে তুলে। বাংলা গান, নৃত্য, কবিতার আসর সবকিছু মিলিয়ে আয়োজনটি ছিল বাহরাইন প্রবাসের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশ।

বিভিন্ন ব্যবসায়ী , রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের স্টল ছাডাও লিন্নাস মেডিকেল, শিফা আল জাজিরা মেডিকেল, মিডল ইস্ট হাসপাতাল, আল হেলাল হাসপাতালের উদ্যোগে মেলায় আসা দর্শনার্থীদের ফ্রি মেডিকেল চেকআপ করা হয়।

সব শেষে ছিলো বাংলাদেশ স্কুলের ছাত্র -ছাত্রীদের এবং বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। এসময় প্রবাসী নারী পুরুষের পদচারণায় কানায় কানায় ভরে যায় মেলা প্রাঙ্গন। নানা উৎসবে মুখরিত হয়ে উঠে সেখানকার আকাশ বাতাস, এই যেন নিজ দেশের কোন আনন্দের সন্ধান।


Top