আজ || বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত       দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ    
 


বিএফসি ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে জীবন পাল্টে গেল সানা উল্লা নামক বাহরাইন প্রবাসীর

বাহরাইন প্রতিনিধি :
প্রবাসীদের সুখ হচ্ছে পরিবার কে সচ্ছল রাখা, প্রচন্ড রৌদ্রের তাপে কঠিন পরিশ্রম করে যে টাকা উপার্জন করা হয়, সেই টাকা থেকে নিজের খরচ টা রেখে বাকি টাকাগুলো মাস শেষে  দেশে পাঠালেই যেনো সব কষ্টের কথা ভুলে যান একজন প্রবাসী, তেমনি নিজ  পরিশ্রমের টাকা থেকে ১০ হাজার টাকা দেশে পাঠিয়ে জীবন অনেকটা পাল্টে গেল ব্রাহ্মণবাড়িয়া  সদর থানা মোহাম্মদ পুর গ্রামের সানা উল্লা নামক বাহরাইন প্রবাসীর।
জানা যায়, বাহরাইন ফাইনেন্সিং কোম্পানি (বিএফসি) এক্সেঞ্জ, শেখ হামাদ রোড মানামা ব্রাঞ্চ থেকে কিছু দিন আগে টাকা পাঠান সানা উল্লাহ।
ব্রাঞ্চে কর্মরত সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার -হেড অফ বাংলাদেশ, সবুজ মিলন জানান বরাবরের মতো গত ১১ই মে থেকে ১৩ জুন পর্যন্ত একটি অফার দেয় বিএফসি কোম্পানি, গত ১৩ এপ্রিল র‍্যাফল ড্র হলে, প্রথম পুরস্কার  পান বাংলাদেশী প্রবাসী সানা উল্লাহ, অন্যান্য পুরস্কারের মধ্যে ২ গ্রাম  স্বর্ন পান প্রায় ২০০ জন,, একজন বাংলাদেশী হিসেবে নিজ কর্মস্থলে বাংলাদেশীকে পুরস্কৃত হতে দেখে আমি আনন্দিত।
আমি উনার ভবিষৎ উজ্জ্বল কামনা করছি, গত ১৬ জুন গাড়িটি হস্থান্তর করা হয়, এ সময় উপস্থিত ছিলেন বাহরাইন ফাইনেন্সিং কোম্পানির- সি ই ও  দিপক নেয়ার। সবুজ মিলন সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার -হেড অফ বাংলাদেশ। আরুন বিশ্বনানন্দন মার্কেটিং ম্যানেজার।


Top