আজ || বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে ফেনীতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ       রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমির পূনরায় নির্বাচিত  হয়েছেন মাওঃ মোহাম্মদ আবদুজ জাহের       সাংবাদিক মুন্নী সাহাকে আটক করেছে পুলিশ       এডিবি’র অর্থায়নে দাগনভূঞায় অসহায়দের মধ্যে বিভিন্ন সহায়তা       ফেনীর দাগনভূঞায় বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ       ফেনীর দাগনভূঞায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা       জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা    
 


বিশ্ব পরিস্কার করো দিবসটি উপলক্ষে বাহরাইনে বাংলাদেশ সোসাইটির ব্যতিক্রমী উদ্যোগ

মো.স্বপন মজুমদার

বিশ্ব পরিস্কার করো দিবসটি উপলক্ষে বাহরাইনে বাংলাদেশ সোসাইটির ব্যতিক্রমী উদ্যোগ

বিশ্ব পরিষ্কার করো দিবসটি উপলক্ষ্যে বাহরাইন সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির প্রায় ৪০ জনেরও বেশি সেচ্ছাসেবক বাহিনী নিয়ে

( ১৮ সেপ্টেম্বর) দেশটির রাজধানী মানামা সহ বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা ও করোনায় জনসচেতনতা বৃদ্ধি করতে লিফলেট,মাইকিং সহ প্রচারণা করা হয়

কর্মসুচিতে সার্বিকভাবে সহযোগিতা করেন গভর্নর অফ ক্যাপিটাল গভর্নরেট হিশাম বিন আব্দুল রহমান বিন মোহাম্মদ আল খলিফা।

বাহরাইন কমিউনিটি পুলিশ,ক্লিন আপ বাহরাইন’এর উদ্যেক্তা জার্মান নাগরিক কাই মিইথিং এবং বাংলাদেশ দূতাবাস সহ কমিউনিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ সোসাইটির কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য ছিলো ময়লা আবর্জনা অপসারণ। পরিষ্কার পরিচ্ছন্নতা ও করোনা ভাইরাস বিষয়ক সচেতনতা মূলক মাইকিং
কম ক্ষতিকারক জীবাণুনাশক স্প্রে সহ লিফটলেট বিতরণ করেন।

এমন ব্যাতিক্রমি কার্যক্রম কে স্বাগত জানিয়ে কমিউনিটি নেতৃবৃন্দ বলেন এভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করতে ভুমিকা রাখবে।

কর্মসুচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি বাহরাইন এর সভাপতি ফুয়াদ তাহির ফুয়াদ তাহির শান্তুনু। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ আহমেদ।

সাংগঠনিক সম্পাদক আবুল বাশার।অর্থ সম্পাদক মাজহারুল ইসলাম নয়ন।সমাজ কল্যাণ সম্পাদক মোহন মিয়া মোমেন।

মেম্বার সেক্রেটারি আলতাফ মাহমুদ আকবর সহ সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগহন করেন।

অনুষ্ঠান টি সফলভাবে কার্যক্রম সমাপ্তি করায় বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আসিফ আহমেদ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


Top