আজ || বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ       ফেনীতে জুমার নামাজ পড়ালেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী       ১৭ বছর পর কারাগার থেকে ছাড়া পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর       চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে বিএসএফ       পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ       সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা       ফেনীতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত       বাহরাইনে বুসরা কন্ট্রাক্টিং এন্ড ম্যান পাওয়ার এর উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত    
 


বৈধ করণ প্রক্রিয়ায় অ্যাপ্লিকেশনে আয় সর্বোচ্চ রেকর্ড সেলাংগর রাজ্যে

মেহেদী হাসান মালয়েশিয়া প্রতিনিধি:

সেলাঙ্গর রাজ্যে লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম ( RTK ) 2.0 অ্যাপ্লিকেশনের জন্য সর্বোচ্চ সংখ্যক রেকর্ড করেছে, এই বছরের জানুয়ারি থেকে ১০ই মে পর্যন্ত লেভি এবং জরিমানা ( কম্পাউন্ডে) ১শত মিলিয়ন রিঙ্গিত এর বেশি সংগ্রহ করা হয়েছে।

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ডক্টর মুহাম্মদ সাহমি জাফর বলেন, ১৮২৭৫৪জন অবৈধ অভিবাসীর আবেদন ও নিবন্ধনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। তিনি আরোও বলেন, যে বেশি সংখ্যক আবেদনের ক্ষেত্রে অবদান রাখার কারণগুলোর মধ্যে হল একটি, সেলাঙ্গর একটি শিল্পাঞ্চল আর এই কারখানা গুলো সবচেয়ে বেশি বিদেশি কর্মী কাজ করেন।

প্রাপ্ত মোট আবেদনের মধ্যে ২০৭৯৪ টি যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে এবং ১৯৬৯৯ টি অনুমোদিত হয়েছে, গতকাল শুক্রবার (১২ই মে) এখানে ইমিগ্রেশন বিভাগে বিদেশী গৃহকর্মীদের জন্য RTK 2.0 বাস্তবায়ন পর্যবেক্ষণ করার পর তিনি এক সংবাদ সম্মেলনে বলেন।

RTK 2.0 প্রোগ্রামটি হল গৃহকর্মী সহ বিদেশী কর্মীদের বৈধ করা।মুহাম্মদ সাহমির মতে, সেলাঙ্গরে ৭২৫০ জন সক্রিয় বিদেশী গৃহকর্মী রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ইন্দোনেশিয়া (৪৬৮৬ ) এবং ফিলিপাইন (২০৯১ ) এবং ভিয়েতনাম (২১ ) এর পরে।

তিনি বলেন, বিদেশী গৃহকর্মীদের জন্য অনুমোদিত উৎস দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল এবং লাওস রয়েছে।

সেলাঙ্গরে বিদেশী গৃহকর্মীদের জন্য RTK 2.0 প্রোগ্রামের পরিসংখ্যানের ভিত্তিতে, তিনি বলেন, মোট ৭৩৩টি আবেদন গ্রহণ করা হয়েছে।


Top