আজ || সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


বৈধ করণ প্রক্রিয়ায় অ্যাপ্লিকেশনে আয় সর্বোচ্চ রেকর্ড সেলাংগর রাজ্যে

মেহেদী হাসান মালয়েশিয়া প্রতিনিধি:

সেলাঙ্গর রাজ্যে লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম ( RTK ) 2.0 অ্যাপ্লিকেশনের জন্য সর্বোচ্চ সংখ্যক রেকর্ড করেছে, এই বছরের জানুয়ারি থেকে ১০ই মে পর্যন্ত লেভি এবং জরিমানা ( কম্পাউন্ডে) ১শত মিলিয়ন রিঙ্গিত এর বেশি সংগ্রহ করা হয়েছে।

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ডক্টর মুহাম্মদ সাহমি জাফর বলেন, ১৮২৭৫৪জন অবৈধ অভিবাসীর আবেদন ও নিবন্ধনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। তিনি আরোও বলেন, যে বেশি সংখ্যক আবেদনের ক্ষেত্রে অবদান রাখার কারণগুলোর মধ্যে হল একটি, সেলাঙ্গর একটি শিল্পাঞ্চল আর এই কারখানা গুলো সবচেয়ে বেশি বিদেশি কর্মী কাজ করেন।

প্রাপ্ত মোট আবেদনের মধ্যে ২০৭৯৪ টি যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে এবং ১৯৬৯৯ টি অনুমোদিত হয়েছে, গতকাল শুক্রবার (১২ই মে) এখানে ইমিগ্রেশন বিভাগে বিদেশী গৃহকর্মীদের জন্য RTK 2.0 বাস্তবায়ন পর্যবেক্ষণ করার পর তিনি এক সংবাদ সম্মেলনে বলেন।

RTK 2.0 প্রোগ্রামটি হল গৃহকর্মী সহ বিদেশী কর্মীদের বৈধ করা।মুহাম্মদ সাহমির মতে, সেলাঙ্গরে ৭২৫০ জন সক্রিয় বিদেশী গৃহকর্মী রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ইন্দোনেশিয়া (৪৬৮৬ ) এবং ফিলিপাইন (২০৯১ ) এবং ভিয়েতনাম (২১ ) এর পরে।

তিনি বলেন, বিদেশী গৃহকর্মীদের জন্য অনুমোদিত উৎস দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল এবং লাওস রয়েছে।

সেলাঙ্গরে বিদেশী গৃহকর্মীদের জন্য RTK 2.0 প্রোগ্রামের পরিসংখ্যানের ভিত্তিতে, তিনি বলেন, মোট ৭৩৩টি আবেদন গ্রহণ করা হয়েছে।


Top