আজ || শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত       দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ    
 


মালয়েশিয়ায় বিডি এলিট ক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন, হাজারো প্রবাসীর ঢল

মেহেদী হাসান

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো : শামিম আহসান ও পাহাং রাজ্য সংসদের স্পিকার দাতুশ্রী হাজী মোঃ সরকার হাজী শামসুদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আয়োজকরা।
আবহমান বাংলার নানা রুপ, বৈচিত্র তুলে ধরার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানালো মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা। শনিবার রাজধানী কুয়ালালামপুরে ক্রাফট কমপ্লক্সের এ অনুষ্ঠানে যোগ দেন মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো প্রবাসি বাংলাদেশী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মো: শামিম আহসান। বিশেষ বক্তা ছিলেন পাহাং রাজ্য সংসদের স্পিকার দাতুশ্রী হাজী মোঃ সরকার হাজী শামসুদ্দিন ও বিশেষ অতিথি এলকিউআইডি এশিয়া প্যাসিফিক এসডিএন বিএইচডি’র নির্বাহি পরিচালক দাতুশ্রী মো: ফারমেজুদ্দিন বিন নাজারুদ্দিন।

শনিবার দিনব্যাপি এ অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি কোন কিছুরই কমতি ছিলো না। বৈশাখী উল্লাস নামে এ আয়োজনে ছিলো দেশীয় স্বাদের পিঠা-পুলি আর নানা ধরনের খাবারের সমারহ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থী, পরিবার নিয়ে আসা প্রবাসী ও তাদের সন্তানদের ব্যাস্ত সময় পার করতে দেখা যায় আলপনা আঁকা নিয়ে। পুরো অনুষ্ঠান স্থল সাঁজানো হয় বাংলার রুপ আর বৈচিত্রের নানা দিক নিয়ে। ঢোল তবলা আর বাদ্য বাজনার তালে এদিন আমন্ত্রীত অতিথিদের বরন করে নেয়া হয়।

হাইকমিশনার শামিম আহসান তার বক্তব্যে, বৈশাখি এ আয়োজনের উদ্যোক্তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সংস্কৃতির বিকাশে এমন উদ্যোগ প্রশংসনীয় বলেও মন্তব্য করেন।

এ আয়োজনে বিশেষ আকর্ষন হিসাবে ঢাকা থেকে যোগ দেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। তবে অভিনয় নয় দর্শকদের অনুরোধে একে একে বেশ কয়েকটি গান পরিবেশন করেন তিনি। ব্যাচেলার পয়েন্ট নাটকের জাকির চরিত্রে অভিনয় করা সাইদুর রহমান পাভেলে’র প্রানবন্ত উপস্থাপনায় দর্শকদের মনকাড়ে সময়ের জনপ্রিয় বাউল শিল্পি শফি মন্ডলের একের পর এক পরিবেশনা। তার গাওয়া গান পুরো অনুষ্ঠান জুড়ে দর্শকদের মুগ্ধতা ছড়ায়।

অনুষ্ঠানে আরো গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত জনপ্রিয় কন্ঠ শিল্পি সুলতানা ইয়াসমিন লায়লা ও জাকিয়া সুলতানা মেরি। এছাড়া সকাল থেকে স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা নানা ধরনের পরিবেশনায় অংশ নেয়। তবে বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মালয়েশিয়া’র শিক্ষার্থীদের পারফরমেন্স ছিলো চোঁখে পড়ার মতো।

বৈশাখি মেলার এ আয়োজনে প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি ছিলেন বিভিন্ন দেশের নাগরিকেরাও। প্রবাসে এ ধরনের আয়োজন বিদেশে দেশের ভাবমূর্তি, দেশের সংস্কৃতি উজ্জল করে বলে মন্তব্য করেন আগত অতিথিরা।

অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার কাউন্সিলর মোর্শেদ আলম, প্রথম সচিব ( প্রেস ) সুফি আব্দুল্লাহিল মারুফ উপস্থিত ছিলেন। ছিলেন বিডি এলিট ক্লাবের উপদেষ্ঠা ও কমিউনিটি নেতা রেজাউল করিম রেজা, মকবুল হোসেন মুকুল, দাতুশ্রী কামরুজ্জামান কামাল, অহিদুর রহমান অহিদ, দাতুশ্রী জালাল উদ্দিন সেলিম, মনিরুজ্জামান মনির, দাতু আক্তার, কাইয়ুম সরকার, জসিম উদ্দিন, রাশেদ বাদল, শাহিন সরদার, ইকবাল হোসেন, মোয়াজ্জেম হোসেন নিপুসহ অনেকে।

এসয় বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান খান কাঁকন, সংগঠনের সভাপতি মনসুর আল বাশার সোহেল, ‘বৈশাখী উল্লাস ১৪৩১ উদ্‌যাপন কমিটি’র আহ্বায়ক ফরিদ উদ্দিন গাজী, বদিউজ্জামান বাবু, লাল মোহাম্মদ, রিসাদ বিন আবদুল্লাহ হৃদয়, শেখ জহির, রাছেল খান, এম এ রনি, আব্দুল্লাহ আল মামুন, তারিকুল আলম চৌধুরী অভি, নাদিম খান, আশরাফুজ্জামান রনি, রোহান আহমেদ শামীম, সাইফুল ইসলাম, রিয়াজ উদ্দিন ফাহাদী, নাজমুস সাকিব, লাল্টু বিশ্বাস, ফরিদুল ইসলাম, নুরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্পন্সরদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ। এ আয়োজনের শেষাংসে কুপন বিজয়ীদের মাঝে পুরস্কৃত করা হয়।


Top