আজ || শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ       ফেনীতে জুমার নামাজ পড়ালেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী       ১৭ বছর পর কারাগার থেকে ছাড়া পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর       চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে বিএসএফ       পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ       সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা       ফেনীতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত       বাহরাইনে বুসরা কন্ট্রাক্টিং এন্ড ম্যান পাওয়ার এর উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত    
 


মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের খাদ্য সহায়তা প্রদান

মো. মেহেদী হাসান
মালয়েশিয়ায় অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দিয়েছে ওয়ান ওয়ার্ল্ড ফ্যামিলি কোভিড-১৯ এরা সদস্যরা। মালয়েশিয়ার ন্যাশনাল হোপ ফাউন্ড্শেন (ইয়াইয়াসান হারাপান নেগারা)”র চেয়ারম্যান দাতুক সায়মনের অর্থায়নে

শনিবার ২৮ নভেম্বর কুয়ালালামপুরের কলেজ আনতারা বাংসা (কেএজিসি)তে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হোপ ফাউন্ডেশনের সেক্রেটারি (ট্রাষ্টি) মেসাচ জেভি, ওয়ান ওয়ার্ল্ড ফ্যামিলি কোভিড-১৯ এরার প্রজেক্ট ডিরেক্টর বৃষ্টি খাতুন, সাংবাদিক আহমাদুল কবির ও হোপ ফাউন্ডেশনের স্পট ভোলান্ডিয়ার ইয়াসির আরাফাত।
কলেজ আনতারাবাংসা (কেএজিসি)তে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ওমর ফারুক, মো: কাজল আহমেদ, আফগানিস্তানের শাহেন শাহ আনছার, পাকিস্তানের হায়দার বাবার সহ অনেকেই খাদ্য সহায়তা পেয়ে খুশি। বৃষ্টির দেয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল ৫ কেজি, নুডলস, তেল ২/৩ লিটার, চিনি, ছোলা বুট এক কেজি, মটর, ডাল, ডিম, হ্যান্ড-ওয়াশ ইত্যাদি। চলমান নভেল করোনা পরিস্থিতির শুরু থেকে বাংলাদেশি এ নারী শিক্ষার্থীর পরিকল্পনায় এবং মালয়েশিয়ার ন্যাশনাল হোপ ফাউন্ড্শেন (ইয়াইয়াসান হারাপান নেগারা)”র চেয়ারম্যান দাতুক সায়মনের সহযোগিতায় খাদ্য সহায়তা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ওয়ান ওয়ার্ল্ড ফ্যামিলি কোভিড-১৯ এরার প্রজেক্ট ডিরেক্টর সানওয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশের বৃষ্টি খাতুন, এ পর্যন্ত তারা বাংলাদেশসহ ৫৬ দেশের ইন্টারন্যাশনাল তিন হাজারেরও অধিক স্টুডেন্ট এবং অভিবাসী শ্রকিদের মধ্যে খাদ্যসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে চলেছেন। এ ছাড়া মালয়েশিয়ার এতিম শিশুদেরও খাদ্য সহায়তা দিচ্ছেন বৃষ্টি।


Top