আজ || মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের খাদ্য সহায়তা প্রদান

মো. মেহেদী হাসান
মালয়েশিয়ায় অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দিয়েছে ওয়ান ওয়ার্ল্ড ফ্যামিলি কোভিড-১৯ এরা সদস্যরা। মালয়েশিয়ার ন্যাশনাল হোপ ফাউন্ড্শেন (ইয়াইয়াসান হারাপান নেগারা)”র চেয়ারম্যান দাতুক সায়মনের অর্থায়নে

শনিবার ২৮ নভেম্বর কুয়ালালামপুরের কলেজ আনতারা বাংসা (কেএজিসি)তে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হোপ ফাউন্ডেশনের সেক্রেটারি (ট্রাষ্টি) মেসাচ জেভি, ওয়ান ওয়ার্ল্ড ফ্যামিলি কোভিড-১৯ এরার প্রজেক্ট ডিরেক্টর বৃষ্টি খাতুন, সাংবাদিক আহমাদুল কবির ও হোপ ফাউন্ডেশনের স্পট ভোলান্ডিয়ার ইয়াসির আরাফাত।
কলেজ আনতারাবাংসা (কেএজিসি)তে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ওমর ফারুক, মো: কাজল আহমেদ, আফগানিস্তানের শাহেন শাহ আনছার, পাকিস্তানের হায়দার বাবার সহ অনেকেই খাদ্য সহায়তা পেয়ে খুশি। বৃষ্টির দেয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল ৫ কেজি, নুডলস, তেল ২/৩ লিটার, চিনি, ছোলা বুট এক কেজি, মটর, ডাল, ডিম, হ্যান্ড-ওয়াশ ইত্যাদি। চলমান নভেল করোনা পরিস্থিতির শুরু থেকে বাংলাদেশি এ নারী শিক্ষার্থীর পরিকল্পনায় এবং মালয়েশিয়ার ন্যাশনাল হোপ ফাউন্ড্শেন (ইয়াইয়াসান হারাপান নেগারা)”র চেয়ারম্যান দাতুক সায়মনের সহযোগিতায় খাদ্য সহায়তা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ওয়ান ওয়ার্ল্ড ফ্যামিলি কোভিড-১৯ এরার প্রজেক্ট ডিরেক্টর সানওয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশের বৃষ্টি খাতুন, এ পর্যন্ত তারা বাংলাদেশসহ ৫৬ দেশের ইন্টারন্যাশনাল তিন হাজারেরও অধিক স্টুডেন্ট এবং অভিবাসী শ্রকিদের মধ্যে খাদ্যসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে চলেছেন। এ ছাড়া মালয়েশিয়ার এতিম শিশুদেরও খাদ্য সহায়তা দিচ্ছেন বৃষ্টি।


Top