আজ || রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


মুরাদনগর উপজেলার s.s.c ব‍্যাচের ২০ বছর পুর্তি উৎসব

রাশেদ কাদের:

মুরাদনগর উপজেলার s.s.c ব‍্যাচের ২০ বছর পুর্তি উৎসব

২০২১ সালকে স্বরনীয় করে রাখতে এবং মুরাদনগর উপজেলার সমস্ত উচ্চ বিদ‍্যালয়ের s.s.c ব‍্যাচের ছাত্র ছাত্রীদের ২০ বছর পুর্তি উপলক্ষে মুরাদনগর উপজেলার কবি কাজি নজরুন ইসলাম মিলনায়তনে এক বর্ন‍্যাঢ‍্য আয়োজনে পালন করা হয় s.s.c ব‍্যাচের ২০ বছর পুর্তি অনুষ্ঠানটি।

দেশে অবস্থানরতদের পাশাপাশি প্রবাস থেকেও অনেক ভিডিও বার্তায় তাদের ২০ বছর পুর্তির অনুভূতির কথা তুলে ধরেন অনেক দিন পর বন্ধুদের পেয়ে স্মৃতিচারণে হারিয়ে পড়েন অনেকে সকাল ১০ টায় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়

তার পর জাতিয় সংগীত শেষ করে কেক কাটা হয় ২০ বছর পুর্তিতে পারস্পরিক পরিচিতি, স্মৃতিচারণ, স্কুল জীবনের স্মৃতিচারণ, প্রেমের স্মৃতি, স‍্যারদের স্মৃতি, খেলার মাঠের স্মৃতিচারণ করা হয়।

তার পর চা বিরতি শেষ করে এডমিন প‍্যানেল থেকে কয়েকজন বক্তব্যে দেন। জুমার নামাজ ও দুপুরে খাবার বিরতির পর আবারও শুরু হয় বন্ধু এবং তাদের পরিবারের পারফরম্যান্স দিয়ে।

পারফরম্যান্স এর মধ্য ছিল নাচ, গান, কৌতুক, আবৃত্তি ও কোরআন তেলাওয়াত। পারফরম্যান্সের জন‍্য সবাইকে পুরস্কিত করা হয়। পুরস্কার বিতরন করেন নিজ বন্ধু মহলের নিজেরাই সাংস্কৃতি অনুষ্ঠানে স্থানীয় ও অথিতি শিল্পীরা গান গেয়ে মাতিয়ে রাখেন সবাইকে। সর্ব শেষে ছিল ডি, জে পরিবেশনা


Top