বিশেষ প্রতিবেদক
রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনায় দশ মামলায় আসামি ৪৬৭ জন,গ্রেপ্তার ২১
রাজধানীতে একদিনে অন্তত ১০টি বাসে আগুন দেয়ার ঘটনায় এখনো পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় সাতটি থানায় ১০টি মামলা হয়েছে।
ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া, মতিঝিল, বংশাল, শাহবাগ, ভাটারা ও উত্তরা থানায় দায়ের করা হয়েছে বেশ কয়েকটি নাশকতার মামলা।
এরমধ্যে পল্টন থানায় দুই মামলায় আসামি করা হয়েছে ৬৮ জনকে। পল্টন থানায় দুইটি মামলায় ৭ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া শাহবাগ থানায় ৭০ জনকে আসামি করে দুইটি মামলা হয়েছে। অন্যদিকে আরো দুই মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। মতিঝিল থানায় ১২ জনের বিরুদ্ধে মামলায় হয়েছে।
সিসিটিভি পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বংশাল থানায় আরও একটি মামলা হয়েছে। অন্যদিকে উত্তরা ও ভাটারা থানাতেও প্রক্রিয়াধীন রয়েছে দুটি মামলা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রত্যেকেরই রাজনৈতিক পরিচয় রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।