আজ || রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে ফেনী প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছেন ফেনীতে কর্মরত সাংবাদিকরা । বুধবার(১৯ মে) বিকেলে ফেনী প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জসিম মাহমুদ।

ক্লাব সম্পাদক এন এন জীবনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড. সৈয়দ আবুল হোসেন, বিজ্ঞ আইনজীবী ও মানবাধিকার কর্মী এড. জাহাঙ্গীর আলম নান্টু,

ফেনীর জিএ একাডেমির প্রধান শিক্ষক ও কবি, সাহিত্যিক তাজুল ইসলাম চৌধুরী, দাগনভূইয়ার ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের সভাপতি আবুল কায়েস রিপন,সোনার হরিনের নির্বাহী সম্পাদক কবি সাইরাস চৌধুরী,ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী, বর্তমান সহ-সভাপতি সিহাব উদ্দিন লিটন, সৈয়দ মনির,যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হাবিব উল্লাহ সুমন,

এবিএম নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ শাহাদাত হোসাইন, সাহিত্য সম্পাদক শফি উল্লাহ রিপন, মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা সাম্য লীনা, দৈনিক ফেনীর সময় সাহিত্য সম্পাদক বকুল আক্তার দরিয়া,মোহনা টিভির প্রতিনিধি নিজাম উদ্দিন মজুমদার সজিব, মুক্তির একাত্তর ডটকমের নির্বাহী সম্পাদক নুসরাত চৌধুরী, সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি প্রতিনিধি কাউসার হামিদ খান পিনু,সময়ের গর্জনের নির্বাহী সম্পাদক আরিফুর রহমান, হাজারিকা প্রতিদিনের স্টাফ রিপোর্টার আবদুর রহিম, গণকন্ঠের জেলা প্রতিনিধি ইকবাল হোসেন, সাপ্তাহিক শমসের নগরের সহ সম্পাদক আবদুল্লাহ রিয়েল, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি গাজী হানিফ,দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন প্রমূখ। সভায় বক্তারা বলেন, জীবন বাজি রেখে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষুরধার রিপোর্টিংয়ে শীর্ষে অবস্থান করা প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম দেশের সম্পদ। অনুসন্ধিৎসু সাংবাদিক এই রোজিনা ইসলাম একদিনে তৈরি হয়নি। অথচ সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে এই নারী সাংবাদিককে প্রায় ৬ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়েছে এবং পরবর্তীতে ১৯২৩ সালের ব্রিটিশ আইনে মিথ্যা মামলা সাজিয়ে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করা হয়েছে। সাংবাদিকতার ইতিহাসে এই ন্যাক্কারজনক ঘটনা একটি কলঙ্কজনক ইতিহাসের সূচনা করল। একজন নারী সাংবাদিকের মর্যাদা এভাবে ভুলুণ্ঠিত হবে আজকের উন্নয়নশীল বাংলাদেশে আমরা তা দেখতে চাইনি। প্রধানমন্ত্রীর উচিত এসব ফ্রাঙ্কেস্টাইনকে রুখে দেওয়া। নচেৎ সব উন্নয়ন ম্রিয়মান হয়ে যাবে। বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবী জানান, এছাড়াও ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।


Top