আজ || রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


দাগনভুঞার সিন্দুরপুরে মুরগি বিক্রির আড়ালে গাঁজা বিক্রি,১৯০টি চাষকৃত গাঁজা গাছ উদ্ধার আটক ১

ফেনী প্রতিনিধি :

ফেনী দাগনভুঞাঁ উপজেলার ১নং সিন্দুরপুরে মুরগি বিক্রির আড়ালে গাঁজা বিক্রি,১৯০টি চাষকৃত গাঁজা গাছ উদ্ধার আটক ১

ফেনীর দাগনভূঞাঁ উপজেলার ১নংসিন্দুরপুর ইউনিয়নের সুন্দরপুর থেকে জাফর ইমাম (৪৫) নামের এক গাঁজা চাষীকে ১৯০টি গাঁজা গাছের চারাসহ তাকে আটক করা হয়। সেই সিন্দুরপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানায়,জাফর ইমাম তার বাড়ির ছাদে বেশ কিছু দিন পূর্বে নিষিদ্ধ মাদক গাঁজা চাষ করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে রোববার দুপুরের পুলিশ ওই গ্রামের আবদুল করিম মিয়ার বাড়িতে অভিযান চালায়।

দাগনভূঞাঁ থানার ওসি ইমতিয়াজ আহমেদ ও কোরাইশ মুন্সি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গাঁজা চাষী জাফর ইমামকে আটক করা হয়েছে। তার বাড়িরর ছাদে লাগানো অবস্থা থেকে ১৯০টি গাঁজা গাছের চারা উদ্ধার করা হয়।

এই বিষয়ে একটি মাদক মামলা রুজু করা হয়েছে আসামীকে আগামী ১৫/৩/২০২১ইং তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


Top