আজ || বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ       ফেনীতে জুমার নামাজ পড়ালেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী       ১৭ বছর পর কারাগার থেকে ছাড়া পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর       চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে বিএসএফ       পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ       সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা       ফেনীতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত       বাহরাইনে বুসরা কন্ট্রাক্টিং এন্ড ম্যান পাওয়ার এর উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত    
 


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাহরাইনে ৩ দিন ব্যাপী বিজয় মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো. স্বপন মজুমদার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাহরাইনে ৩ দিন ব্যাপী বিজয় মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাহরাইনস্থ বাংলাদেশ স্কুলের উদ্যোগে ও বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটির সহযোগীতায় ৩ দিন ব্যাপী বিজয় মেলার প্রস্তুতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

০৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে স্থানীয় সময় বিকেল ৫ টায় এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়

সভায় বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও লেবার কাউন্সিলর শেখ মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায়

সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব মো. হারুনুর রশিদ, বাংলাদেশ স্কুল এন্ড কলেজের স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ মইজ চৌধুরী সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ

আগামী ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে।

মেলায় থাকছে বাংলার ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্পজাত দ্রব্য, গার্মেন্টস সামগ্রী সহ সব ধরনের স্টল।

প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হবে।

এতে অন্যান্য আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে প্রতি দিন থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় পুরষ্কারের র‌্যাফেল ড্র।

মেলায় প্রবেশ ফি ১ দিনার নির্ধারণ করা হয়েছে। মেলা থেকে অর্জিত অর্থ স্কুলের অবকাঠামোগতসহ উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে।

এ ব্যাপারে রাষ্ট্রদূত বাহরাইন প্রবাসী সব বাংলাদেশির সহযোগিতা কামনা করেন।


Top