আজ || বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ফেনসিডিল সহ আটক তিন

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ফেনসিডিল সহ আটক তিন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৪ কেজি ভারতীয় গাঁজা ও ৪৭ বোতল ফেনসিডিল সহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা সহ দীন ইসলাম (৩০) কে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। আটককৃত দীন ইসলাম মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দুর গ্রামের আব্দুল মান্নাফ এর পুত্র।
একই সময়ে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই দ্রুবেশ এর নেতৃত্বে পুলিশের অপর একটি দল উপজেলার পুর্ব চারাভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৪ কেজি ভারতীয় গাঁজা ও ৪৭ বোতল ফেনসিডিল সহ মো: মালু মিয়া (৪৮) ও আনোয়ার হোসেন (৬০) কে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের দুই সহযোগী পালিয়ে যায়। ধৃত মালু মিয়া মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের পুর্ব চারাভাঙ্গা গ্রামের মৃত কানু মিয়ার পুত্র ও আনোয়ার হোসেন নওগাঁ সদর উপজেলার চকআরতা গ্রামের মৃত নুরুল ইসলাম এর পুত্র।
ইন্সপেক্টর গোলাম মোস্তফা উল্লেখিত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ও পলাতক ব্যাক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


Top