আজ || শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত       দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ    
 


প্রত্যেক শিক্ষার্থীর উচিত শিক্ষকদের সম্মান করা: ইউএনও নিবেদিতা চাকমা

দাগনভূঞা প্রতিনিধি:
শিক্ষক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা উপজেলা স্বনামধন্য উজ্জীবক আর্ট স্কুল পরিদর্শনে গিয়ে একজন পেশাদার শিক্ষকের মতো কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মিশে মজার সব গল্প শুনান। এসময় তিনি কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাবা-মায়ের পরে শিক্ষকদের অবস্থান। কাজেই প্রত্যেক শিক্ষার্থীর উচিত শিক্ষকদের প্রতি সম্মান বজায় রেখে চলা।

শনিবার (১৯ অক্টোবর) সকালে পৌর শহরের পুরাতন থানা রোড এলাকায় জাতীয় পর্যায়ে একাধিকবার চিত্রকলায় বিজয়ী শিক্ষার্থীদের স্বনামধন্য উজ্জীবক আর্ট স্কুল পরিদর্শন করেন ইউএনও।

এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা শিল্প কলা একাডেমির সহসভাপতি ও উজ্জীবক আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ গিয়াস উদ্দিন ভূঞা, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শিক্ষার্থীদের অভিভাবকরা ও অত্র আর্ট স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য রাখেন ইউএনও নিবেদিতা চাকমা, ইউএনও আরও বলেন,শিক্ষা জ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ আর কিছুতে নেই। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তাদের মাঝে আমার স্বপ্ন গুলো দেখতে পাই। একদিন তারা বড় বড় অফিসার হবে। দেশ পরিচালনা করবে। বিশ্বজয় করবে। এক কথায় উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। যেখানেই থাকি শিক্ষার্থীদের সাথে আমার যোগাযোগ থাকবে। আমরা চাই স্বপ্নের সমান বড় হোক তারা।


Top