আজ || রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার    
 


ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফেনীস্থ র‌্যাব-৭

ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফেনীস্থ র‌্যাব-৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুন্ডে ৩৫৪ বোতল ফেন্সিডিলসহ মনির হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে ফেনীস্থ র‌্যাব-৭ ক্যাম্পের সদস্যরা। গতকাল শুক্রবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সীতাকুন্ডের বটতলস্থ একটি সিএনজি রিফুয়েলিং স্টেশন এর সামনে হতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ জুনায়েদ জাহেদী। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

জুনায়েদ জাহেদী জানান, মাদক পাচারের গোপন খবর পেয়ে মহসড়কের ওই স্থানে তল্লাশী চৌকি স্থাপন করা হয়। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটারকে থামতে সংকেত দিলে সেটি পালিয়ে যাবার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা চালক মনির হোসেনকে আটক করে। পরে গাড়িটিতে তল্লাশী চালিয়ে ৩৫৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৪ হাজার টাকা। আটক মনির চট্টগ্রামের হেয়াকোর ভুজপুরের বাবুল মিয়ার ছেলে।

র‌্যাব কর্মকর্তা জানান, মনির দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদকদ্রব্য (ফেন্সিডিল) চট্টগ্রাম থেকে এনে ফেনী ও ঢাকাসহ বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে বলে জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।


Top