আজ || রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


মুরাদনগর উপজেলার s.s.c ব‍্যাচের ২০ বছর পুর্তি উৎসব

রাশেদ কাদের:

মুরাদনগর উপজেলার s.s.c ব‍্যাচের ২০ বছর পুর্তি উৎসব

২০২১ সালকে স্বরনীয় করে রাখতে এবং মুরাদনগর উপজেলার সমস্ত উচ্চ বিদ‍্যালয়ের s.s.c ব‍্যাচের ছাত্র ছাত্রীদের ২০ বছর পুর্তি উপলক্ষে মুরাদনগর উপজেলার কবি কাজি নজরুন ইসলাম মিলনায়তনে এক বর্ন‍্যাঢ‍্য আয়োজনে পালন করা হয় s.s.c ব‍্যাচের ২০ বছর পুর্তি অনুষ্ঠানটি।

দেশে অবস্থানরতদের পাশাপাশি প্রবাস থেকেও অনেক ভিডিও বার্তায় তাদের ২০ বছর পুর্তির অনুভূতির কথা তুলে ধরেন অনেক দিন পর বন্ধুদের পেয়ে স্মৃতিচারণে হারিয়ে পড়েন অনেকে সকাল ১০ টায় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়

তার পর জাতিয় সংগীত শেষ করে কেক কাটা হয় ২০ বছর পুর্তিতে পারস্পরিক পরিচিতি, স্মৃতিচারণ, স্কুল জীবনের স্মৃতিচারণ, প্রেমের স্মৃতি, স‍্যারদের স্মৃতি, খেলার মাঠের স্মৃতিচারণ করা হয়।

তার পর চা বিরতি শেষ করে এডমিন প‍্যানেল থেকে কয়েকজন বক্তব্যে দেন। জুমার নামাজ ও দুপুরে খাবার বিরতির পর আবারও শুরু হয় বন্ধু এবং তাদের পরিবারের পারফরম্যান্স দিয়ে।

পারফরম্যান্স এর মধ্য ছিল নাচ, গান, কৌতুক, আবৃত্তি ও কোরআন তেলাওয়াত। পারফরম্যান্সের জন‍্য সবাইকে পুরস্কিত করা হয়। পুরস্কার বিতরন করেন নিজ বন্ধু মহলের নিজেরাই সাংস্কৃতি অনুষ্ঠানে স্থানীয় ও অথিতি শিল্পীরা গান গেয়ে মাতিয়ে রাখেন সবাইকে। সর্ব শেষে ছিল ডি, জে পরিবেশনা


Top