আজ || শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাহরাইনে ৩ দিন ব্যাপী বিজয় মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো. স্বপন মজুমদার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাহরাইনে ৩ দিন ব্যাপী বিজয় মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাহরাইনস্থ বাংলাদেশ স্কুলের উদ্যোগে ও বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটির সহযোগীতায় ৩ দিন ব্যাপী বিজয় মেলার প্রস্তুতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

০৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে স্থানীয় সময় বিকেল ৫ টায় এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়

সভায় বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও লেবার কাউন্সিলর শেখ মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায়

সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব মো. হারুনুর রশিদ, বাংলাদেশ স্কুল এন্ড কলেজের স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ মইজ চৌধুরী সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ

আগামী ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে।

মেলায় থাকছে বাংলার ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্পজাত দ্রব্য, গার্মেন্টস সামগ্রী সহ সব ধরনের স্টল।

প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হবে।

এতে অন্যান্য আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে প্রতি দিন থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় পুরষ্কারের র‌্যাফেল ড্র।

মেলায় প্রবেশ ফি ১ দিনার নির্ধারণ করা হয়েছে। মেলা থেকে অর্জিত অর্থ স্কুলের অবকাঠামোগতসহ উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে।

এ ব্যাপারে রাষ্ট্রদূত বাহরাইন প্রবাসী সব বাংলাদেশির সহযোগিতা কামনা করেন।


Top