আজ || বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে ফেনীতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ       রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমির পূনরায় নির্বাচিত  হয়েছেন মাওঃ মোহাম্মদ আবদুজ জাহের       সাংবাদিক মুন্নী সাহাকে আটক করেছে পুলিশ       এডিবি’র অর্থায়নে দাগনভূঞায় অসহায়দের মধ্যে বিভিন্ন সহায়তা       ফেনীর দাগনভূঞায় বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ       ফেনীর দাগনভূঞায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা       জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা    
 


মুরাদনগর টু ইলিয়টগঞ্জ সড়কের নেয়ামতকান্দি ব্রিজটির বেহাল দশা,যে কোন সময় বি‌চ্ছিন্ন হতে পারে যোগা‌যোগ 

বিশেষ প্রতিবেদক

মুরাদনগর টু ইলিয়টগঞ্জ সড়কের নেয়ামতকান্দি ব্রিজটির বেহাল দশা,যে কোন সময় বি‌চ্ছিন্ন হতে পারে যোগা‌যোগ

কুমিল্লা জেলার মুরাদনপগর থানার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি ব্রিজিটির যেন দেখার কেউ নেই দির্ঘদিন মেরামত বিহীন ভাবে পরে আছে। মুরাদনগর থেকে ইলিয়টগন্জ যাতায়াতের প্রধান সড়কের নেয়ামতকান্দি ব্রিজটির অধিকাংশ জায়গাই সংস্কার বিহীন এবং স্টিলের পাতগুলো ফাকা হয়ে গেছে।ফলে যানবাহন চলাচলের সময় গাড়ির চাকা ফাদে পরে আটকে যায়। এই কারনে মাঝে মধ্যে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। এবং সাধারণ জনগণের ভিবিন্ন সময় ভোগান্তির সম্মক্ষীন হতে হয় বিশেষ করে মুরাদনগর- বি- বাড়িয়া -কোম্পানিগন্জ থেকে খুব দ্রত সময়ে ঢাকা পৌঁছনো যায় বলে মুরাদনগর ইলিয়টগন্জ সড়কটির গুরুত্ব বেড়ে যায় ব‍্যস্ততম এই সড়কটির বিশেষ করে মুরাদনগর থানায় বাখরাবাদ গ‍্যাস ফিল্ড ও কোম্পানিগন্জ বাজারের পরিবহনের বিরাট একটি ভূমিকা রাখতে পারে এই মুরাদনগর টু ইলিয়টগন্জ রাস্তাটি।

নেয়ামত কান্দির মৃত্যু ফাদ পাতা ব্রিজটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন গরে প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষ চলাচল করে। দির্ঘদিন ধরে সংস্কার অথবা নতুন ব্রিজ নির্মাণ নাহলে। মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষিত গ্রাম হে শহর প্রকল্পটির বেঘাত ঘটবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাই বড় ধরনের দুর্ঘটনার আগেই যেন ব্রিজটি নতুন করে নির্মাণ অথবা সংস্কার করা হয় এলাকা বাসীর প্রানের দাবী হয়ে উঠেছে। কুমিল্লা ৩ মুরাদনগরের মাননীয় সংসদ জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং সড়ক মন্ত্রণালয় বিশেষ নজর দিবেন বলে এলাকায় বাসীর আশা


Top