আজ || শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার    
 


ফেনীর দাগনভূঞায় শিক্ষার মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের আয়োজনে বুধবার (৩১ মে) বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি (র:) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খিজির আহমদ পলাশের সভাপতিত্বে ও সমাজকর্মী মোঃ শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, রামনগর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার আবুল বাসার, রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি (র:) উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষানুরাগী মোঃ ইছমাইল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোহোরা খাতুন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় ইউপি সদস্য, ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি (র:) উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইছমাইল।

এসময় বক্তারা বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষকদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকদেরকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে। শিক্ষার মানোন্নয়নকল্পে বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।


Top