আজ || বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত    
 


ফেনীর দাগনভূঞায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ৬০ শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনা

আবদুল্লাহ আল মামুন:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দাগনভূঞা পৌরসভার উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে ৬০ শিশুকে সুন্নতে খতনা করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৭ মার্চ) পৌর কার্যালয়ের হলরুমে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

 

 

পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নূরুল হুদা সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন, পৌর কাউন্সিলর মোঃ একরামুল হক ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

এসময় পৌরসভার পক্ষ থেকে শিশুদের মাঝে লুঙ্গি, গেঞ্জি, টুপি প্রদান করা হয়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
সুন্নতে খতনা কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর একরামুল হক জানান, ২০১৯ সাল থেকে এ সুন্নতে খৎনা চালু করে পৌরসভা। প্রতিবছরই এ কার্যক্রম চলছে এবং আগামীতেও অব্যাহত থাকবে।


Top