আজ || মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে ৮ সদস্যের কমিটি গঠন করেছে সরকার       ফেনীর ছাগলনাইয়ায় পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ভিডিপি সদস্যদের ব্রিফিং       ফেনীর দাগনভূঞায় পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে আনসার মহাপরিচালক পক্ষ থেকে বস্ত্র সামগ্রী বিতরণ       বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত       দাগনভূঞাঁ উপজেলার কোরাইশ মুন্সী বাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ       আলোকিত বাতশিরি সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ       ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে সংবিধানের পরিবর্তন ও সংস্কার বিষয়ক ল লেকচার অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় পূজার নিরাপত্তায় সতর্ক থাকতে বললেন ইউএনও       ফেনীর দাগনভূঞায় বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও    
 


গজারিয়া হযরত শাহ ছুফী ছদর উদ্দিন আহমদ (র:) মাজার মসজিদের কমিটি গঠন

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলায় উৎসবমুখর পরিবেশে সমাজে সকলের উপস্থিতিতে গজারিয়া হযরত শাহ ছুফী ছদর উদ্দিন আহমদ (র:) মাজার মসজিদের কমিটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হন মসজিদের মোতাওয়াল্লী মাওলানা মোহাম্মদ ওয়ালী উল্যাহ, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা জাবেদ বিন ফারুকী ও মোঃ সাহাবুদ্দীন আজিম, সাধারন সম্পাদক নির্বাচিত হন হাছান মোহাম্মদ মাহফুজ, সহ সম্পাদক পদে এনামুল হক আবু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ জাফর উদ্দীন, পাঠাগার সম্পাদক পদে দেলোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ বোরহান উদ্দীন, নির্বাহী সদস্য আজাদ, সুজন, জামাল, জাহাঙ্গীর, সাইফুল, কাইয়ুম, রুবেল, মনির নির্বাচিত হন। নব গঠিত কমিটির উদ্যোগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ আছর হতে মধ্যরাত পর্যন্ত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় কমিটির সভাপতি ও মোতায়াল্লী মাস্টার মোহাম্মদ ওয়ালী উল্যাহর সভাপতিত্বে এতে প্রধান মেহমান ছিলেন দেশখ্যাত তরুন আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ। বক্তারা তাঁদের বক্তব্যে মহানবীর জন্ম,জীবন ও আদর্শের নানা দিক তুলে ধরে কুরআনের ভাষায় বলেন -“তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সভাপতি তাঁর বক্তব্যে মসজিদের বিভিন্ন প্রজেক্ট তুলে ধরে বলেন-” সুন্দর ও আলোকিত সমাজ গঠনে এবং বিশ্ব মানবতার মুক্তির জন্য রাসুল (স:) এর আদর্শের বিকল্প নেই। মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ হাজারো ধর্ম প্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর নতুন এ কমিটি গঠিত হয়েছে।


Top