আজ || বুধবার, ০২ জুলাই ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন লালের পদত্যাগ দাবী করেন ছাএ ছাএীরা!

বিশেষ প্রতিবেদক:

ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন লালের পদত্যাগ দাবী করেন ছাএ ছাএীরা!

শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত বিভিন্ন ফি থেকে কয়েক গুণ বেশি ফি আদায় করে বছরের পর বছর সেই টাকা আত্মসাৎ, দিনের পর দিন শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষকদের সাথে অসদাচরণ, রাজনৈতিক বিবেচনায় স্কুলে ছাত্রলীগের কমিটি গঠন ও ছাত্রলীগের বহিরাগত নেতাদের প্রভাব খাটানোয় সর্বাত্মক সহযোগিতা প্রদান, দুর্নীতি অব্যাহত রাখতে নিজ পছন্দের ম্যানেজিং কমিটির সদস্যদের সিলেকশনে ভূমিকা রাখা এবং সর্বোপরি স্বৈরাচারী আচরণের কারণে, প্রধান শিক্ষক রতন লাল এর পদত্যাগ কিংবা বহিষ্কারের দাবি করেন অত্র প্রতিষ্ঠানের ছাএ ছাএীরা!

বিদ্যালয়ে ছাত্র রাজনীতিকে প্রশ্রয় দেয় এবং রাজনৈতিক সভাসমাবেশ করার জন্য ছাত্রদের ছুটি এবং বিদ্যালয়ে রাজনৈতিক সমাবেশ করার অনুমতি দেন। তার ছত্রছায়ায় অযোগ্য শিক্ষকদের নিয়োগ দেয়। শিক্ষকরা ক্লাসে যথাযথ পাঠ দান দেয় না।

এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটিতে রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্ত থাকায় বছর জুড়েই তারা নানা ইস্যুতে রাজনৈতিক কর্মকান্ড করছে। এ অবস্থায় শিক্ষার্থীরা দীর্ঘ প্রায় এক যুগ ধরে সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং ঐতিহ্যবাহী বিদ্যালয়টির সুনাম ও মানদণ্ড নষ্ট হচ্ছে।

তাই অবিলম্বে প্রধান শিক্ষক ও অযোগ্য শিক্ষকদের অপসারণ, পরিচালনা কমিটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বহিষ্কার এবং বিদ্যালয়ের প্রাইভেট পড়ানো বন্ধ সহ নানা অভিযোগ প্রধান শিক্ষক রতন লাল এর বিরুদ্ধে।


Top