আজ || মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে ৮ সদস্যের কমিটি গঠন করেছে সরকার       ফেনীর ছাগলনাইয়ায় পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ভিডিপি সদস্যদের ব্রিফিং       ফেনীর দাগনভূঞায় পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে আনসার মহাপরিচালক পক্ষ থেকে বস্ত্র সামগ্রী বিতরণ       বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত       দাগনভূঞাঁ উপজেলার কোরাইশ মুন্সী বাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ       আলোকিত বাতশিরি সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ       ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে সংবিধানের পরিবর্তন ও সংস্কার বিষয়ক ল লেকচার অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় পূজার নিরাপত্তায় সতর্ক থাকতে বললেন ইউএনও       ফেনীর দাগনভূঞায় বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও    
 


ফেনীর দাগনভূঞায় অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু 

দাগনভূঞা প্রতিনিধি:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (পুরুষ-মহিলা) ১ম ধাপ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের প্রতাপপুর উচ্চ  বিদ্যালয়ে এ মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলা কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া আজাদ ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

এসময় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা দিলরুবা আক্তার, সংশ্লিষ্ট ইউনিয়নের দলনেতা আবু হাসান ও দল নেত্রী সাবিনা আক্তার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের প্রাথমিকভাবে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান, সামাজিক দায়বদ্ধতা, নৈতিকতা, স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা, প্রাথমিক আইনগত ধারণা প্রদান, নারী ও শিশু পাচার রোধ, বাল্যবিয়ে নিরোধ, যৌতুক প্রদান বন্ধ করা, জন্ম নিয়ন্ত্রণ, ইভটিজিং, এসিড নিক্ষেপ নিয়ন্ত্রণ, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, পরিবেশ দূষণ, দুর্নীতি প্রতিরোধ ও শিষ্টাচার, নির্বাচন, দুর্গাপূজা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিতে দায়িত্ব পালন, গবাদি পশু/পাখি পালন ও চিকিৎসা পদ্ধতি, মৎস্য চাষ ও চিকিৎসা পদ্ধতি, অগ্নি দুর্ঘটনা ও ভিডিপি সদস্যদের করণীয় প্রভৃতি বিষয়ে পাঠদান করা হচ্ছে।

১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় ৩২ জন পুরুষ ও ৯ জন মহিলাসহ মোট ৪১ জন ভিডিপি সদস্য অংশ নেন।

উল্লেখ্য, এ প্রশিক্ষণ কার্যক্রম (প্রথম ধাপ) আগামী ৩ অক্টোবর সমাপ্ত হবে।


Top