আজ || বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে বিএসএফ       পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ       সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা       ফেনীতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত       বাহরাইনে বুসরা কন্ট্রাক্টিং এন্ড ম্যান পাওয়ার এর উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত       দাগনভূঞা থানার এএসআই আবু হানিফ ফেনী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত       ফেনীর দাগনভূঞায় তারুণ্যের উৎসব উদযাপনে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু       ফেনীর দাগনভূঞায় সমবায়’র যৌথ সভা ও ই-প্রশিক্ষণ       মহান বিজয় দিবস উপলক্ষে যুবদল বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       মহান বিজয় দিবস উপলক্ষে বাহরাইন বিএনপি সানাদ শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞায় বিপি দিবস পালিত

দাগনভূঞা প্রতিনিধি:
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের জম্মদিন ও স্কাউট দিবসে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল গেইট প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল হক, উপজেলা স্কাউটসের সম্পাদক আবদুল আউয়াল স্বপন, যুগ্ম সম্পাদক প্রবীর কুমার শীল ও  কোষাধ্যক্ষ তাপস মজুমদার প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৯০৭ সালে তিনি স্কাউট আন্দোলনে বা বয় স্কাউট হিসেবে আত্মপ্রকাশ করেন।


Top