আজ || শনিবার, ১২ জুলাই ২০২৫
শিরোনাম :
  বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৮.৬ শতাংশ       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক       ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির       ফেনীর বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়!       কুয়েতে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন প্রতিনিধি দলের সংবর্ধনা       কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত       খাল দখল করে মার্কেট নির্মাণ টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহর আবাসিক এলাকা ও রাস্তাঘাট       বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ    
 


ফেনী ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের উদ্যােগে বির্তক প্রতিযোগিতা ও শিখন কর্মশালা অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের উদ্যোগে ” কিশোর অপরাধ প্রতিরোধে প্রয়োজন সামাজিক সচেতনতা” বিষয়টির উপর বিতর্ক প্রতিযোগীতা ও শিখন কর্মশালা আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ফেনী ইউনিভার্সিটি একাডেমিক ভবনে এই বিষয়ে সরকারি দল ও বেসরকারী দল তাদের যুক্তি তর্ক উপস্থাপন করে।

এর আগে বির্তক বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রভাষক সাখাওয়াত সাজ্জাদ সেজান। তিনি ডিবেটং ক্লাবের সদস্যেদের বির্তকের বিষয়ে সামগ্রিক ধারণা, বিতর্ক করার প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয় তুলে ধরেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. জামাল উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি এসব প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তা-চেতনার বিকাশ ঘটে। এমন প্রতিযোগিতামূলক আয়োজন যেন বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় পর্যায়ে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে যায় তাই এই ধারা অব্যাহত রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক তায়বুল হক বলেন, ডিবেটিং ক্লাবের এমন সুন্দর আয়োজনে আমরা খুশি।ভবিষ্যতে আরও সুন্দর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে বলে প্রত্যাশা রাখছি।

ছাত্র উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল ইউনুসের সভাপত্বিতে ও আইন বিভাগের ২৭ তম ব্যাচের জেসিয়া আলমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এস.এস এম আবুল খায়ের, ইংরেজি বিভাগের প্রভাষক সুদীপ দাস, ডিবেটং ক্লাবের সেক্রেটারী মারিয়া মাহমুদ, জয়েন্ট সেক্রেটারী রাকিব আহমেদ মিয়াজী ও ক্লাবের সদস্যবৃন্দসহ শিক্ষার্থীরা।


Top