আজ || বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের উদ্যােগে বির্তক প্রতিযোগিতা ও শিখন কর্মশালা অনুষ্ঠিত       কাতারে আমের সার্ভিস সেন্টারের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন।       বাহরাইনে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস, ভালো ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা       শীতের উৎসবে উচ্ছসিত ফেনী ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থীরা       কাতারে নুজুম ট্রাভেল এন্ড ট্যুরিজম-এর ৩য় শাখার উদ্বোধন       বাহরাইনে বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম ও মোশাররফ হোসেনের যৌথ উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত       বাহরাইনে ‘সুপ্রিম ইলেক্ট্রনিকস ডব্লিউ এল এল’ এর তৃতীয় শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত       বাহরাইন প্রবাসী যুবনেতা আমির হোসেন মিরুর আমন্ত্রণে নৈশভোজের আয়োজন       মৃত প্রবাসীর পরিবার ও অসুস্থ ব্যক্তিকে ১লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিল ‘দাগনভূঞা প্রবাসী ফোরাম’       বর্ণাঢ্য আয়োজনে ফেনী ইউনিভার্সিটির ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন    
 


ফেনী ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের প্রামাণ্যচিত্র উদ্বোধন

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটির ‘ব্যবসায় প্রশাসন অনুষদের প্রামাণ্যচিত্র উদ্বোধন বিষয়ক ‘ এক সেমিনার অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন অনুষদ আজ (১১ নভেম্বর ২০২৩) দুপুর ১২টায় সেমিনারটির আয়োজন করেন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম জামালউদ্দীন আহমদ, সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম।

প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক ড. এম জামালউদ্দীন আহমদ এরকম মানসম্মত প্রমোশনাল প্রামাণ্যচিত্র প্রস্তুত করবার জন্য ব্যবসায় প্রশাসন অনুষদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে ব্যবসায় প্রশাসন অনুষদের অর্জন, সাকসেস স্টোরি, ভবিষ্যৎ পরিকল্পনা সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। এতে সবাই ফেনী ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদের পাঠদান এবং গুণগতমান সম্পর্কে জানতে পারবে।

অন্যান্য বক্তরা এই প্রমাণ্যচিত্রকে ব্যবসায় প্রশাসন অনুষদের অন্যতম মাইলফলক হিসেবে অভিহিত করেন। যেই উদ্দেশ্যে প্রামাণ্যচিত্রটা তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তাবায়ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা বলেন, এই প্রামাণ্যচিত্রটা ফেনী ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ভাবমূর্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আরও বলেন, এই প্রামাণ্যচিত্র বর্তমান প্রতিটি শিক্ষার্থীর জন্য গাইডলাইন হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, তোমরা যদি এটা বারবার দেখো তোমরা অনুপ্রাণিত হবে এবং প্রদর্শিত সাকসেস স্টোরি দেখে তোমরা তোমাদের সঠিক ভবিষ্যৎ বিনির্মাণ করতে অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা পাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক সালমা আক্তার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক তায়বুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কাজী মনির, ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল ইউনুস সহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক হাসান আহমেদ


Top